জেলা

দঃ ২৪পরগনা জেলা নির্বাচনী সংবাদ


চিন্তন নিউজ: অভিজিৎ ব্যানার্জী: ১১/০৫/২০২৪:-

১৫ বছর পর অটো রিপ্লেসমেন্টের সময় সব রকম সরকারী সহায়তা দিতে হবে।

অটো শ্রমিকদের স্বার্থে ন্যায় সংহিতা আইনের ১০৬/১ ও ১০৬/২ উপধারা বাতিল করতে হবে।
পারমিট রিনিউয়ালের সময় অযথা হয়রানী করা চলবে না।
অবিলম্বে রোড ট্যাক্স ও ইনসিওরেন্সের ফি কমাতে হবে।
আগামী লোকসভা নির্বাচনে বাম-গণতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে……
আজ সকালে বারুইপুর রেলগেট থেকে রাজপুর সোনারপুর হয়ে গড়িয়ার শীতলা মন্দির অবধি দঃ২৪ পরগণা জেলা অটোরিক্সা ইউনিয়নের (সি.আই.টি.ইউ) উদ্যোগে অটো জাঠা সংঘটিত হয়। এই জাঠার শুভ সূচনা করেন দঃ২৪ পরগণা জেলা অটোরিক্সা ইউনিয়নের জেলা কমিটির সভাপতি কমঃ দিলীপ দাস ও সি.আই.টি.ইউ দঃ২৪ পরগণা জেলা কমিটির সম্পাদক কমঃ দেবাশীষ দে। এই জাঠার সমাপ্তি ভাষণ দেন সি.আই.টি.ইউ দঃ২৪ পরগণা জেলা কমিটির সভাপতি কমঃ দীপঙ্কর শীল ও রোড ট্রান্সপোর্ট ফেডারেশনের দঃ২৪ পরগণা জেলা কমিটির সম্পাদক কমঃ গৌতম দত্ত। এই সমগ্র জাঠাটা পরিচালনা করেন দঃ২৪ পরগণা জেলা অটোরিক্সা ইউনিয়নের জেলা কমিটির সম্পাদক কমঃ ইন্দ্রজিৎ সামন্ত।

প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে ও রাস্তায় জমা জলের উপর দিয়ে হেঁটেই আজ যাদবপুর লোকসভা কেন্দ্রের সি.পি.আই.(এম) প্রার্থী কমঃ সৃজন ভ্টাচার্য ভোটের প্রচার করলো, বারুইপুর পশ্চিম – এরিয়া কমিটির অন্তর্গত মদারাট অঞ্চলে।

সৌমিত্র মন্ডল —-আজ সকাল থেকে দুপুর পর্যন্ত এই প্রবল বৃষ্টিতে যাদব পুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্য পরিক্রমা করেন বারুইপুর পূর্ব বিধান সভার অধীনে পিয়ালি বাজার থেকে পিয়ালি স্টেশন হয়ে বেগমপুর অঞ্চলে এর পুড়ি পর্যন্ত।ট্রেন যাত্রী ও সাধারণ পথ চলতি মানুষের উদ সাহ চোখে পড়ার মতো।বাজারের ব্যবসায়ীরা প্রার্থীর হাত ধরে জিততে হবে আমরা আপনার পাশে আছি এই অঙ্গীকার করেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।