দেশ রাজ্য

মরু বিজয়ের কেতন


রঘুনাথ ভট্টাচার্য:চিন্তন নিউজ:১৯শে অক্টোবর:–মরুভূমির মাঝে এ যেন মরুভূমির বিজয়ের কেতন।যারা এই নিশান তুলে ধরেছেন , তারাই তো অমৃতের সন্তান। তাঁদের বিজয়যাত্রা সফল করে তোলার জন্য সারাদেশ উদ্বেল। বিনিদ্র চোখে চেয়ে আছেন মানুষ, কবে সারা আকাশ এমনি
লালে লাল হয়ে যাবে ?শত্রু ভয়ে অস্ত্র নামিয়ে রেখে লাল
নিশান তুলে ধরে চিৎকার করে বলবে, ‘ ইনকিলাব জিন্দাবাদ ‘ । কৃষক অবাক হয়ে চেয়ে দেখবে তার মাঠের
যে চারাগুলো জলের অভাবে, সারের অভাবে আধমরা হয়ে ছিল তারা আবার মাথা তুলে উঠে দাঁড়িয়েছে। শ্রমিকরা তাদের আনত শির তূলে দেখবে কারখানার মেশিন থেকে ছন্দ শোনা যায় যেন।
যে মানব জমিন তারা ছেড়ে চলে এসেছিল দস্যুর হাতছানিতে, সেই পরিত্যক্ত আবার প্রাণ ফিরে পেয়ে ডাকছে ,’ ওরে আয় আয়, জীবনের ধন কিছুই যাবে না ফেলা।’


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।