রাজ্য

পরীক্ষার মরশুমের মধ‍্যেও অমিত শাহের প্রকাশ‍্য সভার অনুমতি দিল রাজ‍্য পুলিশ।।


চৈতালী নন্দী:চিন্তন নিউজ:২৫শে ফেব্রুয়ারি:-শুরু হয়ে গেছে পরীক্ষার মরশুম। এই সময়ের মধ‍্যেই ১লা মার্চ এরাজ‍্যে শহীদ মিনারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রকাশ‍্য সভার অনুমতি দিলো রাজ‍্য সরকার। সেই বাম আমল থেকেই এই পরীক্ষার মরশুমে সভা করায় নিষেধাজ্ঞা জারি করেছিল সরকার। সেসময় তা কঠোরভাবে মেনে চলেছে বামফ্রন্ট সরকার। মাত্র কদিন আগেই কোনো কারণ ছাড়াই জেএনইউ ছাত্রনেত্রী ঐশী ঘোষকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ঢোকার অনুমতি দেয়নি তৃনমূলী সরকার। এছাড়াও ক্ষমতা হস্তান্তরের পর বহুবার নানা অজুহাতে  বিভিন্ন বামপন্থী নেতাদের এইভাবেই অনুমতি না দিয়ে অসুবিধায় ফেলা হয়েছে। মাইক হাতে গাড়ির উপর দাঁড়িয়ে বক্তব্য রেখেছেন সূর্যকান্ত মিশ্র থেকে মহম্মদ সেলিম সহ আরও অনেক বামপন্থী নেতা । কিন্তু এখন বন্ধু মোদী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী কে সবরকম নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সেই সুযোগ দেওয়া হ’ল।

আজই উড়িষ্যার উদ্দেশ্য রওনা হয়েছেন মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। সেখানে ভূবনেশ্বরে ২৮শে ফেব্রুয়ারিতে অমিত শাহ এর সঙ্গে পূর্বাঞ্চলীয় রাজ‍্যগুলির মুখ‍্যমন্ত্রীদের  বৈঠক রয়েছে। তার আগে কোনো রকম মনকষাকষিতে যেতে চায়না রাজ‍্য সরকার। শহীদ মিনারে সভা করার অনুমতি সেনাবাহিনীর থেকে আগেই নেওয়া ছিল বিজেপির। বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের অসুবিধার কথা বিন্দুমাত্র না ভেবে লালবাজার পুলিশ তাতে সীলমোহর দিলো।এতেই মানুষের বুঝতে অসুবিধা হয় না তৃনমূলের সঙ্গে বিজেপির বোঝাপড়া কতো গভীর।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।