মীরা দাস:চিন্তন নিউজ:২০শে মার্চ:–সুকন্যা গোস্বামী নার্সিং পাশ করে বাংলা টেলিভিশনে ধারাবাহিকে কাজ করতেন। বর্তমানে তিনি একটি সরকারি হাসপাতালে নার্সের কাজ করেন ..প্রাক্তন এই টেলি অভিনেত্রী জানালেন যে, এই মুহুর্তে সবচেয়ে কঠিন পরিস্থিতি র মধ্যে দিয়ে চলেছেন সরকারি চিকিৎসক রা, তিনি আরও বলেন যে সমস্ত ছুটি বাতিল, ও মহিলা নার্স সন্তান সম্ভবা হওয়া সত্বেও তাদের পেশাগত দায়িত্ব পালন করতে হচ্ছে। খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তাদের এই মুহুর্তে তিনি যেখানে পোস্টিং সেখানে ৩জন নার্স সন্তান সম্ভবা।আগামী প্রায় দুমাস তাদের সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে, এমন একটা এমার্জেন্সি পরিস্থিতি তৈরী হয়েছে যেখানে সব কর্মি কেই পেশাগত সব দায়িত্ব পালন করতেই হচ্ছে।
অভিনেত্রী সুকন্যা বলেন, করোনা সংক্রমন আটকাতে এন ৯৯ মাস্ক যা প্রচুর পরিমানে দেশে, এবং রাজ্যে সরবরাহ নেই ,যদি সাধারণ মানুষ সতর্কতা অবলম্বন করতে অনিহা প্রকাশ করেন তাহলে সেক্ষেত্রে চিকিৎসা পরিষেবার ওপর চাপ পড়বেই ।
মানুষের কাছে টেলি অভিনেত্রী সুকন্যার আবেদন, স্বাস্থ্য কর্মীরা অনেকেই প্রাণের ঝুঁকি নিয়ে, গর্ভস্থ সন্তানের প্রাণের ঝুঁকি নিয়েও কাজে আসছেন। মানুষ যদি একটু সতর্কতা অবলম্বন করেন– হাত স্যানিটাইজ করা, দূরত্ব বজায় রাখা, বাইরের খাবার বেশি না খাওয়া এবং যেহেতু প্রয়োজনীয় মাস্ক অপ্রতুল, তাই যথাসম্ভব বাড়িতে থাকা– সবাই যদি একটু মেনে চলেন এগুলো, তাহলে স্বাস্থ্য কর্মীদের উপর কিছুটা হলেও চাপ কমবে”।