বিদেশ

মার্কিন যুক্তরাষ্ট্র ও গায়ানা ভেনেজুয়েলার সীমান্ত দখলের প্রচেষ্টায় রত।


মিতা দত্ত: চিন্তন নিউজ:২২শে সেপ্টেম্বর:- মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও ভেনেজুয়েলা বিরোধী সংঘ গড়ে তোলার লক্ষ্যে সুরিনাম, গায়ানা, ব্রাজিল এবং কলম্বিয়ায় ঝটিকা সফর করেছেন। উদ্দেশ্য ভেনেজুয়েলার সীমান্তে আবিষ্কৃত তৈল ভান্ডারের দখল নেওয়া। কারণ হিসেবে মার্কিনযুক্তরাষ্ট্র যদিও বলছে, তারা সীমান্তে ড্রাগের কারবার বন্ধ করার জন্য বদ্ধপরিকর । যুক্তরাষ্ট্র ও গায়ানিজ সরকার ঘোষণা করেছে যে, তারা স্পর্শকাতর ভেনেজুয়েলার সীমান্তে সামরিক টহল শুরু করবে। মার্কিন এক বহুজাতিক কোম্পানি তেল অনুসন্ধান করতে গিয়ে ঐ এলাকায় আনুমানিক পনেরো বিলিয়ন ব্যারেল তেলের খোঁজ পেয়েছে। তখন থেকেই মার্কিনযুক্তরাষ্টের এলাকাটি নজরে আসে। এই নজর থেকেই নজরদারির ইচ্ছে হয়।

ভেনেজুয়েলা তার সীমান্তে এই আগ্রাসনের বিরোধিতা করছে। আমেরিকা ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরুরকে মাদক দ্রব্যের কারবারী বলে ফাঁসাতে চাইছে যা একটি জঘন্য অপরাধ। ভেনেজুয়েলার দেশের জনপ্রিয় রাষ্ট্রপতি নয় বলে গায়ানার শাসক বলছে।ভেনেজুয়েলার শাসক এই আগ্রাসনের মোকাবিলা করার জন্য বদ্ধ পরিকর।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।