রাজ্য

নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মুখপত্র শিক্ষা ও সাহিত্য পত্রিকার শতবর্ষ সূচনা


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:২২শে সেপ্টেম্বর:- আজ ‘নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মুখপত্র ‘শিক্ষা ও সাহিত্য’ পত্রিকার শতবর্ষ সূচনা পর্বে আয়োজিত সভায় গণশক্তি পত্রিকার সম্পাদক দেবাশিস চক্রবর্তী বলেন, সংঘবদ্ধ আন্দোলন ছাড়া বিকল্প কিছু নেই’-

আজ কলকাতায় সত্যপ্রিয় রায় ভবনে আয়োজিত এই সভায় তিনি বলেন যে, ‘অতিমারি যে ঘটবে তার পূর্বাভাস বিজ্ঞানীরা করেছিলেন। পুঁজিবাদী ব্যবস্থা মানুষকে শোষণের পাশাপাশি প্রকৃতিকেও লুন্ঠন করেছে। আগে একটা কথা চালু ছিল, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। আর এখন চালু হয়েছে মেডিক্যাল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। কর্পোরেট পুঁজি চায় না মানুষ রোগমুক্ত হোক। মানুষ অসুস্থ থাকলেই তাদের বেশি লাভ। এর সাথে দেশের বুকে গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে ফেলার একটা প্রক্রিয়া শুরু হয়েছে সরকারি স্তরে। তিনি আর‌ও বলেন যে, জনগণের সম্মিলিত লড়াই পারবে এই বিপদকে রুখে দিতে’।

সমিতির সাধারণ সম্পাদক সুকুমার পাইন শিক্ষা ও সাহিত্য পত্রিকার ১৯২১ সাল থেকে আজ পর্যন্ত একটি সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। এ ছাড়াও শিক্ষা ও সাহিত্য পত্রিকার সম্পাদক সীমা দত্ত বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।