রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

রবীন্দ্রনাথের শান্তিনিকেতনেও তৃণমূলের কাটমানি সংস্কৃতি


বিশেষ প্রতিবেদন: কাবেরী ঘোষ:চিন্তন নিউজ:-২১শে মে:–  বীরভূম জেলার শান্তিনিকেতনের জমিতে ২০১৮ সালের ২৫ শে মে নির্মাণ হয় বাংলাদেশ ভবন । বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক সম্পর্ককে আরো সুদৃঢ় করার উদ্দেশ্যে তৈরি হয় এই ভবন। কিন্তু ৪ বছরের মধ্যেই নির্মাণের গাফিলতি লক্ষ্য করা যাচ্ছে । ভবনের দেওয়ালে ফাটল ধরতে শুরু করেছে।  ছাদ থেকে ভেঙে পড়ছে চাঙ্গর । বাংলাদেশের প্রধনমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন এই ভবনের। ভারতের প্রধনমন্ত্রী তথা বিশ্বভারতীর উপাচার্য নরেন্দ্র মোদি উপস্থিত ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে ।
পড়ুয়াদের অভিযোগ , এই ভবন নির্মাণে বাংলাদেশ সরকার মোটা টাকা ব্যায় করলেও এই নির্মাণের সঙ্গে যুক্ত ব্যাক্তিদের চরম গাফিলতি এবং নিম্ন মানের সামগ্রী ব্যবহার করার ফলে খুব অল্প সময়ের মধ্যেই ভবনটি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে । এই ঘটনা ভারতের জন্য অত্যন্ত লজ্জার বলে দাবি করেন ওখানকার পড়ুয়ারা। সঠিক পর্যবেক্ষণ না থাকায় ভারতের এই ঐতিহ্য আজ ধ্বংসের মুখে । বাম ছাত্র সংগঠন এস এফ আই এই গাফিলতির যথাযথ তদন্ত দাবি করেছে। তারা মনে করছে, এই ঘটনা তৃনমূল সরকারের কাটমানি সংস্কৃতির ফসল।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।