রম্যনাথ মাঝি: চিন্তন নিউজ:১২ই জুন:- আজ দুপুরে জেলা শাসককে ডেপুটেশন দেয় এসএফআই পুরুলিয়া জেলা কমিটি। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুব্রত মাহাত সহ অন্যান্য জেলা নেতৃত্বরা।
আজকের দাবী ছিল:-
জেলার সমস্ত কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে এডমিশন ফী ফ্রম ফিলআপ , টিউশন ফি হোস্টেল ফী মতো সমস্ত ফী অন্তত এই শিক্ষাবর্ষে জন্য মকুব করতে হবে
নির্দিষ্ট সেশন বা সেমিস্টার এর পাঠক্রম সম্পূর্ণ করে তবেই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে
ছাত্র ছাত্রীর শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত বাবদ সরকারি বেসরকারি সমস্ত পরিবহনে আগামী নির্দিষ্ট সেশন বা সেমিস্টার থেকে অন্তত এক বছর বাস ভাড়া বিনামূল্যে করতে হবে ।
অধীনস্ত সমস্ত কলেজ আগামী সেশন বা সেমিস্টার এ পরীক্ষা নিজ নিজ কলেজ বা হোম সেন্টার এর ব্যবস্থা করতে হবে
কেন্দ্রীয় মানব সম্পদ ও উচ্চ শিক্ষা মন্ত্রক এর শিক্ষাকে সরাসরি অনলাইন প্রাধান্য দেওয়া প্রস্তাবের বিরোধিতা করে , অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের অনলাইন শিক্ষার পরিকাঠামোর উন্নয়ন দাবী জানান,
লকডাউন পরবরতীকালে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞানসম্মত ভাবে স্যানিটাইজ করে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে সুরক্ষা সুনিশ্চিত করতে হবে
ডিএম বিষয় গুলি খতিয়ে দেখবেন বলে জানান