স্বাতী শীল:চিন্তন নিউজ:১২ই জুন:- “মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন”, রবীন্দ্রনাথের এই অমর বাণী বর্তমান বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আজ নেহাতই প্রহসন।
শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে পরীক্ষা হলের বাইরে বসে পরীক্ষা দিতে হল দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের। হ্যাঁ এটাই বিজেপি আর এটাই বিজেপির সংখ্যালঘু বিদ্বেষের সাম্প্রতিকতম প্রমাণ।
ঘটনাটি ঘটেছে ইন্দোরের নৌলাখা এলাকার একটি বাংলা স্কুলে। যেখানে দ্বাদশ শ্রেণির পরীক্ষার সেন্টার পড়েছিল। ওই একই স্কুলে সেন্টার পড়ে ইসলামিয়া করিমিয়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও। অভিযোগ, গত মঙ্গলবার ওই স্কুলে পরীক্ষা দিতে গেলে, বাকি স্কুলের পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশের অনুমতি মিললেও মেলেনি ইসলামিয়া করিমিয়ার পরীক্ষার্থীদের হলে ভিতরে প্রবেশ করার অনুমতি। এরপর ছাত্রছাত্রীরা প্রতিবাদ করলে, তাদের ঘরের বাইরে বসে পরীক্ষা দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনার বিস্তারিত বিবরণ জানিয়ে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে লেখা একটি চিঠিতে কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদ নিজের উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি লিখেছেন যে, শিক্ষাঙ্গন এমন একটি স্থান, যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের শিক্ষাদান করা উচিত। কিন্তু তার পরিবর্তে এখানে পরস্পরকে ঘৃণা করতে শেখানো হচ্ছে। অত্যন্ত দুঃখজনক ঘটনা।
খুব শীঘ্রই দোষীদের বিরুদ্ধে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কংগ্রেস বিধায়ক।