দেশ

প্রয়াত বিশিষ্ঠ সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান।


রুদ্র চক্রবর্তী: চিন্তন নিউজ:১লা জুন:- আবার নক্ষত্র পতন, চলে গেলেন বলিউডের বিশিষ্ট সংগীত পরিচালক সাজিদ-ওয়াজিদ খানের ওয়াজিদ খান। মাত্র ৪২ বছর বয়সে কিডনির সমস্যার কারণে তার মৃত্যু হলো। গত চারদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। ওয়াজিদ খানের মৃত্যুতে বলিউডে শোকের ছায়া।কিডনির সমস্যার সাথে করোনা পজিটিভ বলে শোনা যাচ্ছে।বিশিষ্ট সঙ্গীত শিল্পী সোনু নিগম সোশ্যাল মিডিয়ায় ওয়াজিদ খানের মৃত্যু সংবাদ দেন বলে জানা যায়। চলচ্চিত্র শিল্পী ইরফান খান, ঋষি কাপুরের পর সঙ্গীত পরিচালক ওয়াজিদ খানের মৃত্যু শিল্পজগৎকে শোকমগ্ন করে তুলেছে।

লকডাউনের মধ্যেই সলমন খানের জন্য সঙ্গীত পরিচালনা করছিলেন তিনি। করোনা সংক্রমণ নিয়ে গানটি তৈরি করেছিলেন তিনি। এপ্রিলে গানটি রিলিজ করে। গানটি সলমন খান গাইলেও একাধিক বলিউড স্টারকে দেখা গিয়েছে। ঈদ স্পেশাল গানও পরিচালনা করেছিলেন ওয়াজিদ খান।

সলমন খানের একাধিক ছবির গানের পরিচালনা করেছিলেন ওয়াজিদ খান। ২০১০ সালের দাবাং, পার্টনার, মুঝসে শাদি করোগি, এক থা টাইগার সহ একাধিক ছবিতে গান পরিচালনা করেছিলেন তিনি। ২০১২ সালে সা রে গা মা পা রিয়েলিটি শোয়েও অংশ নিয়েছিলেন তিনি। ওয়াজিদ খানের মৃত্যুর খবর পাওয়ার পর শোক প্রকাশ করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, সেলিম মার্চেন্ট, বিশাল দলদানি সহ বলিউডের বিশিষ্টরা। বলিউডে সঙ্গীত পরিচালক সাজিদ-ওয়াজিদ জঙটি আর র‌ইল না। সঙ্গীত জগতে শোকের ছায়া।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।