সীমা বিশ্বাস,১৩নভেম্বর,অসম, চিন্তণ নিউজ:– গুয়াহাটীর মাছখোয়াস্থিত সাংস্কৃতিক প্রকল্পে ৯নভেম্বর সিপিআইএম এর কামরূপ মহানগর জিলা কমিটির উদ্যোগে কমরেড টিকেন দাসের সঞ্চালনায় এক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। মহান অক্টোবর বিপ্লব ১০৪সংখ্যক বার্ষিকীর সঙ্গে সংগতি রেখে সিপিআইএম এর প্রতিষ্ঠাকালের অন্যতম নেতা নন্দেশ্বর তালুকদারের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই আলোচনা চক্রের আহ্বান করা হয়েছিল। চক্রে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকে পার্টির জ্যেষ্ঠ নেতা কমরেড হেমেন দাস।

তিনি যুগান্তকারী নভেম্বর বিপ্লব এবং তার প্রভাবে ভারতের সঙ্গে অসমের পার্টি গড়ে উঠার ঘটনা প্রবাহের বিষয়ে মনোগ্ৰাহী আলোচনা করেন। দক্ষ সাংগঠনিক নেতা নন্দেশ্বর তালুকদারের বিষয়ে আলোচনা করে কমরেড হেমেন দাস বলেন যে নন্দেশ্বর তালুকদারের মতো নেতার জন্য সিপি আই এম দল সর্ববৃহৎ বামপন্থী দল হিসেবে স্বীকৃতি লাভ করে। অসমে ছাত্র, কৃষক, শ্রমিক সংগঠন গড়ে উঠার ক্ষেত্রে নন্দেশ্বর তালুকদারের ভুমিকা অনন্য।
আলোচনা সভার অন্য একজন অন্যতম আলোচক সিপিআইএম এর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা প্রাক্তন সাংসদ উদ্ধব বর্মন অক্টোবর বিপ্লবের ঐতিহাসিক তাৎপর্য এবং নন্দেশ্বর তালুকদারের অতুলনীয় ভূমিকার বিষয়ে বিস্তৃত আলোচনা করেন। তিনি বলেন যে শ্রমিক শ্রেণীর নেতৃত্বে ক্ষমতা দখল করলে দেশের যে যুগান্তকারী পরিবর্তন হয়, অক্টোবর বিপ্লব তার উদাহরণ। আজকের জটিল পরিস্থিতিতে পার্টি সংগঠন বিকাশের জন্য কমরেড নন্দেশ্বরের আদর্শ এবং কর্মরাজী আলোকবর্তিকা হয়ে থাকবে। নন্দেশ্বর তালুকদারের পরিবার উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বিজ্ঞানী হবার কামনা করেছিলেন।তার জন্য উনাকে জাপানে পাঠাতে চেয়েছিল কিন্তু নন্দেশ্বর তালুকদার সেইপথ বাদ দিয়ে কমিউনিস্ট পার্টি করতে তৈরি হয়ে ছিলেন। তালুকদারের এই ত্যাগের জন্য আজকে আমরা লাল ঝান্ডা ধরতে পেরেছি বলে বর্মন উল্লেখ করেন।আজকের পরিস্থিতিতে পরিচিত স্বত্তার রাজনীতির কথা উল্লেখ করে কমরেড বর্মন বলেন যে পরিচিত স্বত্তার রাজনীতি বিভিন্ন জাতিগোষ্ঠীকে শুধুমাত্র পৃথক করে নাই তাদেরকে গণতান্ত্রিক আন্দোলন থেকে সরিয়ে রেখেছে এবং এই সকল শেষে শাসক শ্রেণীর সদস্যে পরিণত হয়। আলোচনা চক্রে কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নন্দেশ্বর তালুকদারের জ্যেষ্ঠ পুত্র সুপ্রকাশ তালুকদার সংক্ষিপ্ত ভাষণ প্রদান করেন। আলোচনা চক্রের বিষয় বস্তু উত্থাপন করেন জেলা সম্পাদক শতঞ্জীব দাস। সভায় বহু সংখ্যক পার্টির সভ্য সমর্থক উপস্থিত থাকে।
