মিঠুন ভট্টাচার্য্য: চিন্তন নিউজ:২৪শে জুন।আরো একবার নক্ষত্র পতন বিজ্ঞানের দরবারে , বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী তথা কুসংস্কার বিরোধী প্রচারক শ্রী অমলেন্দু বন্দোপাধ্যায় গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এর সাধারণ সম্পাদক প্রদীপ মহাপাত্র জানিয়েছেন
বিশিষ্ট জ্যোতির্বিজ্ঞানী অধ্যাপক অমলেন্দু বন্দ্যোপাধ্যায় গতকাল রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বয়েস হয়েছিল ৯১বছর। মহাকাশ বিষয়ে তাঁর জনপ্রিয় বক্তৃতা, মানুষের মধ্য থেকে কুসংস্কার দূর করার লক্ষ্যে তাঁর নিরলস প্রচেষ্টা, অন্ধবিশ্বাসের বেড়াজাল থেকে সমাজকে মুক্ত করার আকুতি – চিরস্মরণীয় হয়ে থাকবে। অধ্যাপক বন্দ্যোপাধ্যায় ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের রাজ্য কাউন্সিলের প্রাক্তন সদস্য ও উপদেষ্টা মন্ডলীর সদস্য। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক জ্ঞাপন করছি এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।