জেলা রাজ্য

কত লক্ষ পরিযায়ী শ্রমিক, তার পরিসংখ্যানও নাই সরকারের কাছে


লাল্টু ঘোষ: চিন্তন নিউজ:২৬শে মে:- চতুর্থ দফার লকডাউন চলছে। প্রধানমন্ত্রীর বিগত তিনটি ভাষণে অবৈজ্ঞানিক পদ্ধতিতে করোনা বিতাড়ন, আত্মনির্ভরশীল (?) ভারত গড়ার অযৌক্তিক যুক্তি, মিথ্যা বাগাড়ম্বর ব্যতীত ছিল না কিছুই। কৃষক, শ্রমিক বা পরিযায়ীদের জন্য ছিল না কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা। কত লক্ষ শ্রমিক পরিযায়ী সেই পরিসংখ্যান অনুপস্থিত সরকারি দপ্তরে। অনেক চাপানউতোর, লাগাতার বামপন্থীদের আন্দোলনের ফলে কিছু ট্রেন বরাদ্দ হয় শ্রমিক স্পেশাল হিসেবে, সংখ্যায় যা নিতান্তই অপ্রতুল। মালিক পক্ষ কোনো দায়িত্ব না নেওয়ায়, বকেয়া মজুরি না মেলায় শূন্য পকেটে বাধ্য হন রাজপথ ধরে হাঁটতে। হাঁটার পথে জাতীয় সড়কের পাশে বামপন্থী ছাত্র যুবরা সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়েছেন।

সি পি আই (এম) দক্ষিণ হাওড়া এরিয়া কমিটির অন্তর্ভুক্ত সাঁতরাগাছি বাস ওয়ার্কার্স ইউনিয়ন সিটুর উদ্যোগে নিয়মিতভাবে বাড়ি ফেরার পথে পরিযায়ীদের থাকা, খাওয়া, গাড়ির ব্যবস্থা করে চলেছে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। কাকদ্বীপ যাওয়ার পথে একদল শ্রমিকের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন।এই পরিযায়ী শ্রমিকরা বিহার থেকে ফিরছিল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।