জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, নিজস্ব সংবাদদাতা:- ৬ আগষ্ট, ২০২১ – আগামী ১১ আগষ্ট , সকলের জন্য করোনা ভ‍্যাক্সিন, সকলের রেশনকার্ড, সকল লোকাল ট্রেন চালুর দাবিতে মহকুমা শাসক দপ্তরে অবস্থান ডেপুটেশন কর্মসূচীর আহ্বান জানিয়ে কাটোয়া শহরের পাবনা কলনী এলাকায় বাড়ি বাড়ি যুবকর্মীরা প্রচার কার্যে যাচ্ছেন। মানুষকে সচেতন করার গুরু দায়িত্ব প্রতিদিনই সি পি আই ( এম) কর্মীরা এভাবেই পালন করে চলেছেন। মানুষের পাশে থাকার কাজে সর্বদা যুক্ত।

আজ ৬ ই আগষ্ট ডি ওয়াই এফ আই মেমারি ২ আঞ্চলিক কমিটির উদ্যোগে সাতগাছিয়া বাজারে ৬ইআগস্ট হিরোশিমা দিবসকে সামনে রেখে পথসভা হয়, সভায় পূর্ব বর্ধমান জেলা কমিটির সভাপতি স্বর্ণেন্দু দাস সহ স্থানীয় নেতৃত্বরা বক্তব্য রাখেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।