রাজ্য

বাজার দর বৃদ্ধিতে রাজ্যের মানুষের নাভিশ্বাস


সায়ঙ্ক মন্ডল চিন্তন নিউজ :-২৭শে জুলাই:- রাজ্যের করোনার ফলে বহুমানুষের চাকরি নেই, ব্যবসার অবস্থা ভালো নয় । রোজগার বলতে গেলে নেই মানুষের। এমন সময় সব্জি থেকে জ্বালানি সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে লাফিয়ে লাফিয়ে । সাধারণ মানুষের পক্ষে সব্জিতে হাত দেওয়া দুষ্কর হয়ে পড়েছে। কিছুদিন আগে পেঁয়াজের দাম হয়েছিল ২০ টাকা প্রতি কেজি এখন সেই পেঁয়াজ ৪০টাকা। লঙ্কার দাম হয়েছে২০০ থেকে-২৫০ টাকা প্রতি কেজি । চন্দ্রমুখী আলু ৩৫ টাকা ,জ্যোতি আলু ৩০-৩২টাকা , আদা১৫০-২০০ টাকা, রসুন ১৬০ টাকা ঝিঙে ৫০ থেকে ৬০ টাকা টমেটো ৯০থেকে ১০০ টাকা পটল ৫০ থেকে ৬০ টাকা , ঢেঁড়শ ৬০ থেকে ৭০ টাকা ।

এরই পাশাপাশি জ্বালানির মূল্য বেড়েছে সমান ভাবে । দেখা নেই রাজ্য সরকারের টাস্কফোর্সের। বাজারে এত দাম সাধারন মানুষ কিছু কিনতে পারছেন না । তাদের কথা “এত দাম খাবো কি করে ? রান্নার জন্য এলপিজি কি করে কিনবো?” সরকারের কোন হেলদোল নেই এই ব্যপারে। সাধারন মানুষের কথাতে “করোনা আমাদের যা মারবে এই বাজার দর আমাদের আরও মৃত্যু দিকে ঠেলে দেবে” । স্পষ্ট বোঝা যাচ্ছে রাজ্য এবং কেন্দ্র সরকার কতটা অমানবিক হলে এরকম সাধারন মানুষের কথা চিন্তা করে না । সাধারন মানুষ বলছে দ্রব্য মূল্য বৃদ্ধি নিয়ে কোন সরকারের কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না ।আদৌ কি এই সমস্যা সুরাহা হবে? তাই নিয়ে উঠেছে প্রশ্ন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।