বিদেশ

উত্তর কোরিয়ায় প্রথম কোভিড১৯ আক্রান্তের খবর জানানো হলো।


কিংশুক ভট্টাচার্য:-চিন্তন নিউজ:২৭ জুলাই:- উত্তর কোরিয়া সরকারি সংবাদ সংস্থাকে উদ্ধৃত করে বিবিসি গত রবিবার জনিয়েছে যে উত্তর কোরিয়ায় প্রথম কোভিড১৯ আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। আক্রান্ত ব‍্যক্তি তিন বছর পূর্বে দেশ ত‍্যাগ করে দক্ষিণ কোরিয়ার বাসিন্দা হয়েছিলেন। গত সপ্তাহে উভয় দেশের চিহ্নিত সীমানা অতিক্রম করে দেশে প্রবেশ করেন। দেশে প্রবেশের পরেই তাঁর পরীক্ষায় সংক্রমণের উপস্থিতি চিহ্নিত হয়।

ঘটনার প্রমাণ পেয়ে সাথে সাথে রাষ্ট্রপ্রধান কিম জঙ্গ ঊন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদাধিকারিদের সাথে উচ্চ পর্যায়ের জরুরী সভায় মিলিত হয়ে দ্রুত সীমান্তবর্তী এলাকায় এবং শহর কেইসঙ-এ লকডাউন ঘোষণা করেছেন। প্রসঙ্গক্রমে উল্লেখ‍্য যে কয়েকদিন আগেই উত্তর কোরিয়া নিজেকে সংক্রমণ না হওয়া দেশ হিসেবে ঘোষণা করেছিল।

সরকারি সংবাদ মাধ‍্যম কেসিএনএ জানিয়েছে সংক্রামিত ব‍্যাক্তি গত ঊনিশ জুলাই দুহাজার কুড়ি তারিখে বেআইনি ভাবে দু’দেশের চিহ্নিত সীমানা অতিক্রম করে দেশে প্রবেশ করেছেন। এই ব‍্যাক্তির উপস্থিতির ফলে কেইসঙ শহর সহ সীমান্ত বর্তী এলাকায় এক জরুরী কালীন অবস্থার সৃষ্টি হয়েছে ও লকডাউন ঘোষণা করতে হয়েছে।

কিমের কয়েকদিন আগের ভাইরাস ঘটিত দূষণহীন দেশ হিসেবে ঊজ্জ্বল সাফল‍্যর ঘোষণার পরেই এই সংক্রমণের খবর আসতেই গত শনিবার জরুরী ভিত্তিতে পার্টির পলিটব‍্যূরোর সভা অনুষ্ঠিত হয় এবং কিম ভাইরাস রোধে সর্বোচ জরুরী ব‍্যবস্থা গ্রহনের নির্দেশজারি করেন।

কেসিএনএ আরও জানিয়েছে যে কিম জঙ ঊন এক সর্বোচ্চ পর্যায়ের অনুসন্ধান শুরু করতে নির্দেশ দিয়েছেন।অনুসন্ধানের বিষয় নির্দিষ্ট করা হয়েছে ‘কিভাবে এতো নিশ্ছিদ্র সীমান্ত নিরাপত্তার বেড়া টপকে উক্ত ব‍্যাক্তি দেশে প্রবেশে সমর্থ হলেন’! নির্দেশে বলা হয়েছে এই অনুসন্ধানের ফলে বেআইনি সীমান্ত অতিক্রম করার সাথে যুক্ত হিসেবে যে ব‍্যাক্তিগণ চিহ্নিত হবেন তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব‍্যবস্থা গ্রহন করা হবে।

যদিও দক্ষিণ কোরিয়া বর্তমান সময়ে কোন বেআইনি সীমান্ত অতিক্রমের খবর জানায়নি। উত্তর কোরিয়া ছয়মাস পূর্বেই যখন ভাইরাস পৃথিবী জুড়ে বিস্তার লাভ করতে শুরু করেছিলো তখনই তার সীমান্ত বন্ধ করে হাজারো মানুষকে আইসোলেশনে রেখেছিলো। প্রসঙ্গক্রমে উল্লেখ করতে হয় মাত্র এই মাসেই কিম জঙ ঊন কোভিড১৯ সংক্রমণ রোধে তার দেশের ঊজ্জ্বল সাফল‍্যের কথা ঘোষণা করেছিলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।