জেলা

আজকের হুগলি জেলার সংবাদ_


চিন্তন নিউজ:২৭শে জুলাই:- ‌হুগলি জেলা থেকে মাননীয় জ্যোতি কৃষ্ণ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে ২৭ জুলাই – হিন্দুস্তান মোটরস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন অন্যতম সদস্য কমরেড সুনীল দেব এর জীবনাবসান হয়েছে গত ২৬ জুলাই, রবিবার সকালে কোতরং-হিন্দমোটর এলাকায় তাঁর নিজ বাসভবনে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। তিনি তাঁর বিধবা স্ত্রী, এক পুত্র ও পুত্রবধু কে রেখে গেছেন।… গত শতকের ষাটের দশকে লাল ঝান্ডার শ্রমিক ইউনিয়ন করা ছিল তদানীন্তন রাজ্য সরকার ও মালিকদের কাছে একটি ঘোরতর অপরাধ। হিন্দমোটর কারখানার বিড়লা মালিক রাও কারখানার ভেতর কিছুতেই লাল ঝান্ডার শ্রমিক ইউনিয়নকে বরদাস্ত করতে চাইতো না। সেই সময় রীতিমত ঝুঁকি নিয়ে ইউনিয়ন রেজিস্ট্রেশন করার জন্য সরকারি দপ্তরে জমা দেওয়া আবেদন পত্রে সাত জন শ্রমিক এর একজন হিসেবে নাম স্বাক্ষর করেছিলেন কমরেড সুনীল দেব। বলাবাহুল্য এর আগে যতবারই ইউনিয়ন এর রেজিস্ট্রেশন করতে দরখাস্ত সরকারের কাছে জমা পড়তো, প্রতিবারই মালিক পক্ষ স্বাক্ষর কারি শ্রমিকদের নানা ধরনের অজুহাতে কারখানা থেকে ছাঁটাই করে দিত। সেবার শ্রমিক নেতা কমরেড দীনেন ভট্টাচার্যের উদ্যোগে আবেদন পত্র জমা হয় এবং শেষ পর্যন্ত হিন্দুস্তান মোটরস ওয়ার্কার্স ইউনিয়নের নাম সরকারের কাছে রেজিস্ট্রেশন হয়। অবশ্য এই জন্য পরে হিন্দমোটর কারখানার মালিক কমরেড সুনীল দেব ও অন্যান্য দের বিভিন্ন কারণে কারখানা থেকে ছাঁটাই করে ছিল।… সেই সময় কারখানা ভেতর যে নয় জন শ্রমিককে সদস্য করে পার্টির শাখা গড়ে ওঠে, কমরেড সুনীল দেব ছিলেন তাদেরই একজন। পরবর্তীতে তিনি সি পি আই (এম) হিন্দমোটর লোকাল কমিটির সদস্য এবং সি আই টি ইউ অনুমোদিত হিন্দুস্তান মোটরস ওয়ার্কার্স ইউনিয়নের অন্যতম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৮ সালে বন্যার সময় রিলিফ এর কাজে অংশ নিতে গিয়ে তিনি পায়ে আঘাত পান। ১৯৬৭ সালে যুক্তফ্রন্ট সরকারের পতনের পর তিনি কারাদণ্ড ভোগ করেন। তদানীন্তন প ডি এ্যাক্ট এ তিনি গ্রেপ্তার হয়েছিলেন। শারীরিক কারণে শেষ পর্যন্ত পার্টি সদস্য নবীকরণ না করালেও আমৃত্যু তিনি পার্টি সমর্থক হিসেবে ছিলেন। হিন্দমোটর কারখানার এই লড়াকু শ্রমিক নেতার জীবনাবসানে হুগলী জেলার প্রবীণ সি পি আই (এম) নেতা ও হিন্দুস্তান মোটরস ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি কমরেড শান্তশ্রী চ্যাটার্জী এবং সি পি আই (এম) কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটির স ম্পাদক কমরেড পৃথ্বীশ ভট্টাচার্য। গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

পান্ডুয়া থেকে সংবাদ সংগ্রাহক আবীর মুখোপাধ্যায় জানিয়েছেন যে- রবিবার পেট্রল ও ডিজেলের মূল্য বৃদ্ধি এবং রেল বেসরকারি করণ এর বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় সিপিআই (এম) প্রতিবাদ কর্মসূচি পালন করে পান্ডুয়া থানার রামেশ্বরপুর অঞ্চলে | উপস্থিত ছিলেন গণ আন্দোলনের নেতা সুনীল বাস্কে ও অসংখ্য গ্রামবাসী। ডিওয়াইএফ‌আই এর উদ্যোগে পরপর চারটি রক্তদান শিবির।

আবীর মুখোপাধ্যায় , হুগলি জেলার সংবাদ সংগ্রাহক জানিয়েছেন যে ,সোমবার:-করোনা আবহে, ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা মেটাতে, পরপর চারটি রক্তদান শিবির আয়োজিত হচ্ছে পান্ডুয়া বিধানসভা ক্ষেত্রে| ডিওয়াইএফ‌আই ও অন্যান্য বাম গণসংগঠন এর উদ্যোগে প্রথম রক্তদান শিবির হয় ২৭ এ মে বৈঁচিতে| সহযোগিতায় ছিল গণতান্ত্রিক মহিলা সমিতি |
দ্বিতীয় রক্তদান শিবির আয়োজিত হয় ইটাচুনাতে গণ আন্দোলনের নেতা ও হুগলি জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি প্রয়াতঃ শিবপ্রসাদ মুখার্জি স্মরণে |১৬ জুলাই ইটাচুনা শ্রী নারায়ন ইনস্টিটিউশনে ,এস‌এফ‌আই- ডিওয়াইএফ‌আই ও অন্যান্য বাম গণসংগঠন এর উদ্যোগে রক্তদান করেন ৫০ জন পরিবেশ রক্ষার বার্তা দিয়ে ৫০ জন রক্তদাতার হাতেই তুলে দেওয়া হয় একটি করে গাছ মাস্ক ও স্যানিটাইজার

আজ ২৭ শে জুলাই দ্বারবাসিনী হাই স্কুলে, কৃষক আন্দোলনের নেতা প্রয়াত অমর মুখার্জি ও পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক ও বিশিষ্ট আইনজীবী প্রয়াত দেবনারায়ণ চক্রবর্তীর স্মরণে তৃতীয় রক্তদান শিবির অনুষ্ঠিত হল | সারা ভারত কৃষক সভা – ডিওয়াইএফ‌আই ও অন্যান্য বাম গণ সংগঠন এর উদ্যোগে এখানেও রক্তদান করেন ৫০ জন; পরিবেশ রক্ষার বার্তা দিয়ে ৫০ জন রক্তদাতার হাতেই তুলে দেওয়া হয় একটি করে গাছ ।


আগামী ৮ আগস্ট এস‌এফ‌আই, ডিওয়াইএফ‌আই, এআইডিডব্লিউএ -এর পান্ডুয়া লোকাল কমিটির উদ্যোগে আরও একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। সংগঠনের পান্ডুয়া আঞ্চলিক কমিটির অফিসে|
এই গরমে রক্তের চাহিদা মেটাতে ডিওয়াইএফ‌আই এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পান্ডুয়া বিধানসভাএলাকার সর্বস্তরেরসাধারণ মানুষ|।

হুগলি জেলার সংবাদ সংগ্রাহক সায়ঙ্ক মন্ডল জানিয়েছেন যে- ভারতের,গণতান্ত্রিক যুব ফেডারেশন সিঙ্গুর উত্তর লোকাল কমিটির উদ্যোগে আজ আনন্দনগর বাজার চত্বর ও আথালিয়ার করোনা আক্রান্ত এলাকায় যুব ফেডারেশন কর্মী রা স্যানিটাইজ করে। তাদের বক্তব্য সরকার যখন কোন ভূমিকা গ্রহণ করছে না তখন তাদের কর্তব্য মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় জিনিস পত্র দিয়ে সাহায্য করা ।এই জন্য সরকারে থাকতে হয় না মানুষের পাশে থাকলেই হয়।

সায়ঙ্ক মন্ডল আরও বলেন যে :- করোনা আবহে রক্ত সংকট মেটাতে আজ মগরাতে রামধনু সেচ্ছাসেবি সংগঠনের উদ্যোগে আজ ও মগরা কোলা ঐক্য সম্মেলন পরিচালনায় আজ রক্ত দান শিবার অনুষ্ঠিত হলো । বিশেষ ধন্যবাদ- সত্যম শেঠ সদস্য, ঐক্য সম্মিলনী এবং রামধনু স্বেচ্ছাসেবী সংগঠন।।

সংবাদ সংগ্রাহক সুপর্না রায় জানাচ্ছেন যে হুগলি জেলায় টানা লকডাউনে যা হয়নি এবার তার মুখোমুখি আমজনতা। সবজি গৃহস্থকে কাঁদিয়ে ছাড়ছে।। রবিবার হুগলি জেলার বিভিন্ন বাজারে ঘুরে জানা গেছে জ্যোতি আলু ৩০ টাকা আর চন্দ্রমুখী ৩৫ টাকা যে বিক্রি হয়েছে।। আলু ছাড়া আমজনতার রান্নাঘর চালু হয়না সেই আলু এমন উর্দ্ধমুখী হলে গৃহস্থ মারাত্মক বিপদে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। আলু ছাড়াও অন্যান্য সবজিতেও ছ্যাঁকা লাগছে গৃহস্থের হাতে।। কাঁচালঙ্কা যে কাঁচালঙ্কা ১০০ টাকাতে বিকিয়েছে সেই কাঁচালঙ্কা ৩০০/৪০০ টাকা কিলো।। ঢেঁরশ ৭০ টাকা আর ট্যমেটো ১০০ টাকা ছাড়িয়ে গেছে।। জেলাশাসক ওয়াই রত্নাকর জানিয়েছেন যে সবজির দাম যাতে ঠিকঠাক দামে বিক্রি হয় তার দিকে নজর রাখা হবে।। তিনি বলেন যে ফড়ে বা অসাধু ব্যবসায়ীরা যাতে সুযোগ গ্রহণ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।। দরকার হলে পুলিশ এর সাহায্য নিতে হবে।। এখন দেখার জেলাশাসক ওয়াই রত্নাকর তাঁর কথা কতটা রাখতে পারেন সেটাই দেখার।।

তারকেশ্বরের বাসস্ট্যান্ডে একটা ব্যবহৃত পিপিই পড়ে থাকাকে কেন্দ্র করে চুড়ান্ত আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন সংবাদ সংগ্রাহক সুপর্না রায়।। এক অদ্ভুত কথা বলেছেন পুর প্রশাসন ।। জানিয়েছেন যে ওই ব্যবহৃত পিপিই জীবাণু মুক্ত করে নাকি মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল কিন্তু ওটা এখন কিভাবে ওখানে এর সেটা বোঝা যাচ্ছে না।।

হুগলি জেলার সংবাদ সংগ্রাহক সুপর্না রায় জানাচ্ছেন যে কোন্নগরে একটি বিজ্ঞান সংস্থার উদ্যোগে গাছের চারা বিলি করা হয়।। সংগঠনের সদস্যরা জানান গত দুদিনে ৮৫০ টা গাছের চারা বিলি করা হয়েছে।। বিশ্বের ক্লাব, স্কুল এবং সাধারণ মানুষের মধ্যে এই চারা বিতরণ করা হয়।। প্রত্যেকের নাম ঠিকানা নথিভুক্ত করা হয়েছে যারা এই চারা পেলেন।। গাছগুলো র পরিচর্যা ঠিকমতো করা হচ্ছে কিনা তা সরজমিনে দেখা হবে।। বছরের শেষে যে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয় সেখানে গাছগুলোর পর্যবেক্ষণ করে পুরস্কার দেওয়া হবে।।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।