সুদীপ্তা ঘোষ:চিন্তন নিউজ:৫ই এপ্রিল:– সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এই লকডাউনে মানুষের সহায়তায় কাজ করে চলেছে। আজ দক্ষিণ দমদম ৩ নং আঞ্চলিক কমিটি, পাতিপুকুরের এস.কে.দেব রোড সংলগ্ন অঞ্চলে ৫০টি পরিবারের কাছে আজ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।
লক ডাউনের ১৪ তম দিনে উপার্জন হারানো খেটে খাওয়া নিরন্ন মানুষের পাশে রাস্তায় আছে বামপন্থীরাই।এই কাজে সম্পূর্ণ রূপে সহযোগিতায় ছিলেন কমরেড সোমা চক্রবর্তী দাশ( উত্তর ২৪ পরগনা জেলা সভানেত্রী , AIDWA)