রাজ্য

দুঃস্থ ও আর্ত মানুষদের পাশে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি


মিতা দত্ত:চিন্তন নিউজ:৫ই এপ্রিল:-১০০বছরে পদাপর্ণ করা সংগঠন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি যেমন শিক্ষকদের দাবী দাওয়া নিয়ে সোচ্চার, তেমনি সমাজের সব সঙ্কটে সোচ্চার। এইসময় জনগণকে সচেতন করার সঙ্গে সঙ্গে দুঃস্থদের পাশে দাঁড়ানো অবশ্য কর্তব্য। এই কাজটিই আজ করেছে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মুর্শিদাবাদ জেলার বহরমপুর আঞ্চলিক কেন্দ্রের সদস্যরা।

স্থান হিসেবে বেছে নিয়েছে কাশিমবাজারে একটি এলাকা।উপস্থিত ছিলেন এ বি টি এ বহরমপুর মহকুমা শাখা সম্পাদক গৌতম ব্যানার্জি, বহরমপুর শহর আঞ্চলিক শাখার সম্পাদক কাঞ্চন ভাদুড়ীসহ অন্যান্য সংগঠক । এই কর্মসূচীতে দুঃস্থ ও আর্ত মানুষদের খাদ্য সামগ্রী, সাবান ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ প্রকাশিত একটি সচেতনতা মুলক পত্র বিলি করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।