রাজ্য

পৌরসভার ত্রাণ থেকে বঞ্চিত মানুষের দিকে সাহায্যের হাত বাড়ালো ডিওয়াইএফ‌আই ধূপগুড়ি


সঞ্জিত দে :চিন্তন নিউজ: ৫ই এপ্রিল:– লক ডাউন ঘোষণার দিন থেকেই ডি ওয়াইএফআইএর ধূপগুড়ি সদর লোকালকমিটির নেতৃত্ব আন্দাজ করে নিয়েছিল এই কঠিন সমস্যার কথা।
লক ডাউন ঘোষণা করার আগে পরিকল্পনা নেওয়া হয়নি কোটি কোটি দিনমজুর সহ দিন আনি দিন খাই মানুষের মুখে খাবার যোগাবে কে? একদিকে যখন এ নিয়ে চিন্তায় মানুষ ডুবে সে সময় এই অসহায় মানুষের খাদ্য নিয়ে ঘৃন্য রাজনীতি করছে তৃনমুল বি জে পি উভয়েই। ডিওয়াইএফ‌আই বুঝে গেছিল মানুষকে বিপদের হাত থেকে বাঁচাতে হবে। পরদিন থেকেই কয়েক জন যুব নেতৃত্ব নিজেদের নাম মোবাইল নম্বর সোশ্যালমিডিয়াতে দিয়ে জানায় ফোন করলেই তারা সহযোগিতার জন্য পৌছে যাবেন।ব্যাপক সাড়া পড়ে।সেদিন থেকেই বিভিন্ন গ্রাম এবং ধূপগুড়ি শহরের বিভিন্ন এলাকা থেকে নানা সাহায্য চেয়ে ফোন আসতে থাকে।যুব কর্মিরাও নিজেদের স্বাস্থ্য সুরক্ষিত রেখেই হাজির হয়ে যান সাহায্য করবার জন্য।

এক সপ্তাহ এই সাহায্য করতে গিয়েই যুব নেতৃত্ব জেলা সভাপতি নূরআলম জেলা নেতা কৌশিক দাম লোকাল সম্পাদক নির্মাল্য ভট্টাচার্য এবং মনোজ ঘোষ অপুর্ব বসাক প্রবীর কুন্ডু অনুভব করেন অনেক মানুষ খাদ্য সংকটে আছেন। সমাজের বিভিন্ন দরদি সংগঠন সমর্থক মানুষের কাছে হাত পেতে চাইলেন সাহায্য।দিলেন অনেক মানুষ। সংগ্রহ হলো চাল ডাল তেল নুন আলু ডিম বিস্কুট সাবান। এই সব সামগ্রী নিয়ে দশ কিলোমিটার দুরে ডাউকিমারি এবং মাগুরমারি গাদং এলাকার বিভিন্ন গ্রামের দিনমজুর সহ ক্ষুদ্র ব্যবসায়ী অনান্য কর্মহীন মানুষের দরজায় গিয়ে পৌঁছে দেয় সেই সব খাদ্য সামগ্রী।

এর মাঝেই শোনা যায় সবাই সমানভাবে পৌরসভার সহায়তা পাচ্ছেন না। দূর্গা দত্ত গৌতম সাহা সন্তোষ রায়, মাখন রায় নাশের আলি সামসুল হক। নামের এই মানুষ গুলি কেউ ১২ নম্বর ওয়ার্ডে কেউ ১৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।এদের কেউ লটারি টিকিট বিক্রি করেন কেউ কৃষি জমিতে দিন মুজুরি করেন কেউ হাটে হাটে গিয়ে ক্ষুদ্র ব্যবসা করে দিন আনি দিন খায় মানুষ। একজন কে দেখা গেল শারিরীক প্রতি বন্ধী।চাল বিলি করার সময় এই মানুষদের বঞ্চিত রাখা হয়েছে।

যুব নেতৃত্ব এই খবর জানতে পেরে রবিবার দুপুর গড়িয়ে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে ঘুরে নির্মাল্য কৌশিক প্রবীর অপুর্ব বঞ্চিত মানুষের বাড়িতে গিয়ে তুলে দিলেন খাদ্য সামগ্রী। যুব কর্মীদের হাত থেকে খাদ্য সামগ্রী পেয়ে মানুষগুলি তুলে ধরলেন তাদের নানা যন্ত্রনা এবং বঞ্চিত হবার কথা। ছবি ক্যাপশন ডি ওয়াইএফআই কর্মীরা অসহায় মানুষের হাতে তুলে দিচ্ছেন খাদ্য সামগ্রী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।