জেলা রাজ্য

কয়েকদিনের টানা বৃষ্টিতে বন্যার আশঙ্কার ভ্রুকুঞ্চন চওড়া হতে শুরু করেছে রায়গঞ্জবাসীর কপালে।


মৈত্রেয়ী সান্যাল:চিন্তন নিউজ:৩রা জুলাই:-২০১৭ র ভয়াবহ বন্যার স্মৃতি এখনো একদম দগদগে। ১৯৮৭ র পর আর তেমন বন্যার কবলে পড়েওনি রায়গঞ্জ ও আশেপাশের অঞ্চলগুলো। কিন্তু ‘১৭ পর আবার কয়েকদিনের টানা বৃষ্টিতে ইতিমধ্যেই আশঙ্কার ভ্রুকুঞ্চন চওড়া হতে শুরু করেছে রায়গঞ্জবাসীর কপালে। মাত্র তিন বছর আগের ক্ষয়ক্ষতির দাগ মিলাতে না মিলাতেই প্রথমে আচমকা লকডাউন আর তারপর বন্যা পরিস্থিতিতে কার্যত নাজেহাল সাধারণ মানুষ। প্রশাসনের তরফে বাঁধ সারানো বা বন্যা নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি প্রায় কিছুই। এরই ফলে ইতিমধ্যেই শক্তিনগর, খরমুজাঘাট, আব্দুলঘাটা এলাকা জলমগ্ন। বাঁধের ওপর আর রেললাইন ধরে কোনোরকমে অসহনীয় অবস্থায় দিন কাটাতে বাধ্য হচ্ছে অসংখ্য পরিবার।

শেষ খবর পাওয়া পর্যন্ত এলঙ্গিয়া বাঁধের অবস্থাও খুবই খারাপ। যেকোনো মুহূর্তে জলের তোড়ে ঘটে যেতে পারে বিপর্যয়। আশঙ্কা আর আতঙ্কে নিদ্রাহীন রাত কাটছে অসংখ্য মানুষের। এখনো কি হুঁশ ফিরবেনা প্রশাসনের ? নাকি তিন বছর আগের অভিজ্ঞতাই আবার ফিরে দেখতে হবে রায়গঞ্জবাসীকে, যেখানে উধাও প্রশাসনের যাবতীয় দায়িত্বটুকু মাথায় তুলে নিতে বাধ্য হয়েছিল সাধারণ মানুষ এবং বামপন্থী গণসংগঠনগুলো। কিন্তু বারবার কি ঘটবে একই দায় এড়ানোর অমানবিক খেলা ?? হিসেব চাইছেন মানুষ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।