জেলা

দঃ ২৪পরগনা জেলা সংবাদ


চিন্তন নিউজ –বিভাষ সাহা (ক্যানিং )— রবিবার ৫/০৫/২০২৪ তারিখ সকালে জয়নগর কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত ও কংগ্রেস সমর্থিত RSP প্রার্থী কমরেড সমরেন্দ্রনাথ মন্ডলকে নিয়ে ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রের ক্যানিং বাজার সহ পার্শ্ববর্তী এলাকা পরিক্রমা করা হয়েছে। ক্যানিং এলাকার সাধারণ মানুষ তৃণমূলের সন্ত্রাস ও ভয়ভীতিকে উপেক্ষা করে আজকের এই পথপরিক্রমায় অংশগ্রহণ করেন। এই পথ পরিক্রমায় ও এই বাজার পরিক্রমায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয় এবং অভূতপূর্বক সাড়া পড়ে সমস্ত এলাকায়। গত পঞ্চায়েত নির্বাচনে এই ক্যানিং এর সম্পূর্ণ ব্লকে তৃণমূলীদের প্রবল সন্ত্রাসের কারণে কোন বিরোধীরাই কোন স্তরেই মনোনয়নপত্র জমা দিতে পারেনি এবং সাধারণ মানুষ তাদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করা থেকে বঞ্চিত হন। সিপিআই(এম) প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় তৃণমূলী গুন্ডা ও পুলিশের দ্বারা প্রবলভাবে আক্রান্ত হন। আজকের লাল ঝাণ্ডার মিছিল দেখে বহু সাধারণ মানুষ ভয়-ভীতি উপেক্ষা করে ঘর থেকে বেরিয়ে এসে বামফ্রন্ট প্রার্থীকে সমর্থন ও আশীর্বাদ করেন।

সুশান্ত ঘোষ — বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা মহান দার্শনিক কার্লমার্কসের ২০৭ তম জন্ম দিবস পালিত হলো ভারতের কমিউনিস্ট পার্টি( মার্কসবাদী) সোনারপুর মধ্য এরিয়া কমিটি এলাকার শাখাগুলিতে ও এরিয়া কমিটির অফিসে।প্রতিটি এলাকায় কর্মসূচিতে রক্তপতাকা উত্তোলন ও কার্ল মার্কসের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এরিয়া কমিটির অফিসে কার্ল মার্কসের প্রতিকৃতিতে মাল্যদান করেন ও পতাকা উত্তোলন করেন প্রবীন পার্টি নেতা কাজল দে। মার্কসের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান এরিয়া কমিটির সম্পাদক উদয়ন সরকার ও বিভিন্ন শাখার কর্মীরা।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।