জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত, ৫/৫/২৪ – আজ ৫ ই মে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবক্তা, মহান দার্শনিক কার্ল মার্কস-এর ২০৭তম জন্মদিবস। শ্রদ্ধাজ্ঞাপন করলেন পূর্ব বর্ধমান জেলার সি পি আই এম কর্মী ও সমর্থকরা পার্টির জেলা কার্যালয়ে।

আসন্ন লোকসভা নির্বাচনে বামফ্রন্ট মনোনীত সি পি আই (এম) প্রার্থী নীরব খাঁ-র, পূর্বস্থলী ২ এরিয়া কমিটির অভ্যন্তরে কালেখাঁতলা ১ নং পঞ্চায়েতের মোয়াইল, বিশ্বরম্ভা, রামকৃষ্ণপুর, বাবুইডাঙ্গা গ্রামে প্রচার কাজ চলছে। শেষে বাবুইডাঙ্গা গ্রামে একটি পথসভা করা হয়। বক্তব্য রাখেন পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য প্রদীপ কুমার সাহা এবং প্রার্থী নীরব খাঁ।

এস এফ আই বর্ধমান শহর লোকাল কমিটির উদ্যোগে আজ বর্ধমান শহর জুড়ে লোকসভা নির্বাচনে অধ্যাপক সুকৃতি ঘোষালের সমর্থনে প্রচার ও পথসভা করা হল।

আজ সিপিআই(এম)বর্ধমান শহর ২ এরিয়া কমিটির অভ্যন্তরে ১৯ ও ২১নং ওয়ার্ড এলাকায় বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী ড. সুকৃতি ঘোষাল-কে সামনে রেখে প্রচার মিছিল সংঘটিত হয়।আজ কার্ল মার্কসের ২০৭ তম জন্মদিবস। মিছিল শুরুর প্রারম্ভে কার্ল মার্কসের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। মিছিলের পুরো ভাগে উপস্থিত ছিলেন পার্টির জেলা সম্পাদকমন্ডলী সদস্য তাপস সরকার, অপূর্ব চ্যাটার্জি, এরিয়া সম্পাদক সুদীপ্ত গুপ্ত সহ পার্টির জেলা ও এরিয়া নেতৃত্ব।

আজ ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বর্ধমান শহর ১ এরিয়া কমিটির উদ্যোগে সন্ত্রাস কবলিত এলাকায় ৬ নং ওয়ার্ড যেখানে ২০১১ সালের পর বাড়ে বাড়ে আক্রান্ত হয়েছে লাল ঝান্ডা। তৃণমূলের চোখে চোখ রেখে ঐ এলাকার পার্টি নেতৃত্ব , কর্মীরা প্রতিদিন রাস্তায় আছে। ৬ নং ওয়ার্ডে ৯০ শতাংশ বাড়িতে নির্বাচনী প্রচার, আমাদের পার্টির কথা নিয়ে গেছেন। আজ সেই কালনাগেট বাজারে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত, বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী অধ্যাপক সুকৃতি ঘোষাল। প্রার্থীকে পুষ্প স্তবক দিয়ে সম্বর্ধনা জানান হারাধন ঘোষ। আমাদের পার্টির নির্বাচনী বন্ড নেই। মানুষের সাহায্যে নির্বাচনী খরচ হচ্ছে। নির্বাচনী খরচ চালানোর জন্য আজ ঐ এলাকায় পার্টি শুভানুধ্যায়ী অনিল কুমার বোস একটি চেক তুলে দেন প্রার্থী সুকৃতি ঘোষালের হাতে। এছাড়া বক্তব্য রাখেন পার্টি নেতা অরিন্দম মৌলিক, অতনু হই। সভাপতিত্ব করেন অমল তা।

সোনালী দত্ত দাঁ – আসন্ন অষ্টাদশতম লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনিত সি.পি.আই(এম) প্রার্থী নীরব খাঁ এর সমর্থনে কালনা শহর এরিয়া কমিটির উদ্যোগে কালনা শহরের সাহু সরকার মোড়ে পথসভায় বক্তব্য রাখেন মহিলা নেত্রী মণিপ্রভা ভাদুড়ী, বিপাশা ব্যানার্জ্জী, গণতান্ত্রিক আন্দোলনের নেতা অরুণাভ চক্রবর্তী, শিক্ষক নেতা সুজয়প্রসাদ সাহা। পথসভায় মূল বক্তা ছিলেন সি.পি.আই(এম) পার্টীর কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব সুকান্ত কোণার। সভায় সভাপতিত্ব করেন শহর এরিয়া কমিটির নেতৃত্ব সঞ্জিত মুখার্জ্জী।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।