দেশ বিনোদন

সিনেমা জগতে আবার নক্ষত্র পতন , চলে গেলেন নৃত্য পরিকল্পনা কার “মাষ্টার জী”সরোজ খান।


সূপর্ণা রায়: চিন্তন নিউজ:৩রা জুলাই:- চলে গেলেন বলিউড সিনেমা জগতের নৃত্য পরিকল্পনাকার সরোজ খান। তাঁর আসল নাম নির্মলা নাগপাল। কিন্তু সরোজ খান নামেই তার বিশাল পরিচিতি। মহারাষ্ট্রের রাজধানী বম্বে শহরে ২২ শে নভেম্বর ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। মাত্র তিন বছর বয়স থেকে নৃত্য জগৎ এ প্রবেশ। মাত্র ১৩ বছর বয়সে বিবাহ। ৪০ বছরের কর্ম জীবনে ২০০০ এর বেশী নৃত্য পরিকল্পনা করেন।। প্রচুর নৃত্য পরিকল্পনার মধ্যে “তেজাব”” সিনেমার এক দো তিন বা “”দেবদাস”” সিনেমার দোলা রে দোলা অনেক নাচের মধ্যে এই দুটি স্বর্নাক্ষরে তাঁর জীবনী যে লেখা থাকবে।। প্রখ্যাত অভিনেত্রী মাধুরী দীক্ষিত এক সাক্ষাৎকারে বলেছিলেন তেজাব সিনেমার “”এক দো তিন”” নাচ টি তাঁকে সাফল্যের দোড়গোরায় এনে দিয়েছিল। প্রত্যেক টি অভিনেতা বা অভিনেত্রীকে তিনি পরম স্নেহে তার অবিস্মরণীয় হাসি মুখে নাচের তালিম দিয়েছেন। তাঁর এই কার্ডিয়াক অ্যারেস্ট এ মৃত্যু কেউই মেনে নিতে পারছে না। মাত্র ৭১ বছর বয়সে তাঁর উজ্জ্বল জীবননদীপ নিভে গেল আর বলিউড হারালো তাঁদের প্রিয় “” মাষ্টার জী”” কে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।