দেশ বিদেশ

USCIRFএর সমীক্ষায় ভারত কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন


রুদ্র চক্রবর্তী:চিন্তন নিউজ:২৯শে এপ্রিল:- করোনার আক্রমণে দেশ উদ্বিগ্ন তার মধ্যেই খারাপ খবর আসলো প্রধানমন্ত্রীর বন্ধু দেশ হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রের সমীক্ষা সংস্থা “দা ইউ এস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রীডম(USCIRF) “এর পক্ষ থেকে। ২০২০ সালে তাদের সমীক্ষা বলছে ভারত এখন কান্ট্রি অফ পার্টিকুলার কনসার্ন(CPC)।

তাদের মতে ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা বেড়েছে। এই লক্ষ দেখা গেছে কাশ্মীরে ৩৭৭ ধারা তুলে দেওয়া এবং এন আর সি (NRC) লাগুর ক্ষেত্রে।তারা মনে করছেন নির্দিষ্ট ধর্মের মানুষের উপর আক্রমণ বাড়ছে ভারতে। ভারতে এই অবস্থার কারণ হিসেবে তারা দায়ী করেছে মূলত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উষ্কানীমূলক বক্তব্যকে। যা কেন্দ্রের সরকারকে নুতন ভাবে বিড়ম্বনার মধ্যে ফেলেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।