জেলা দেশ রাজ্য

কয়লাশিল্পে ধর্মঘটের দ্বিতীয় দিন: কুমারডিহিতে গ্রেপ্তার এক কয়লা শ্রমিক


শ্রীরূপ গোপাল গোস্বামী: চিন্তন নিউজ:৩রা জুলাই:– সিটু সহ আটটি শ্রমিক সংগঠনের ডাকে ধর্মঘটের দ্বিতীয় দিনে অভূতপূর্ব সাড়া মিলেছে সমগ্র ইস্টার্ন কোলফিল্ডস্ অঞ্চলে। লকডাউনকে উপেক্ষা করে বিগত সপ্তাহে ব্যাপক প্রচার, মিছিল, মিটিং সংগঠিত করেছে সিএমএসআই। আজ কুমারডিহি বি কোলিয়ারিতে এক ধর্মঘটী শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই শ্রমিকের মুক্তির দাবীতে শ্রমিকরা থানায় বিক্ষোভ দেখাচ্ছেন। কুনুস্তরিয়া কোলিয়ারিতেও বিক্ষিপ্ত গোলমাল হয়েছে। কিছু কিছু কোলিয়ারিতে তৃণমূল কংগ্রেস এই ধর্মঘটের বিরোধিতা করছে, হামলা করছে। কয়লা শ্রমিকরাও সে বাধাকে প্রতিরোধ করছে।

সিএমএসআই নেতা বিরজু যাদব জানিয়েছেন সমগ্র ইস্টার্ন কোলফিল্ডসের প্রায় সাতানব্বই ভাগ কোলিয়ারিতে ধর্মঘট হচ্ছে। অন্ডাল, লাউদহ ব্লকে একশো ভাগ, পান্ডবেশ্বর, রাণীগঞ্জ, জামুড়িয়া ব্লকে প্রায় পঁচানব্বই ভাগ এবং সালানপুর, সোদপুর- কুলটি ব্লকে প্রায় পঁচাশি ভাগ কোলিয়ারিতে ধর্মঘট হচ্ছে। কয়লা শ্রমিকরা কোলিয়ারিগুলিতে ব্যারিকেড করে রেখেছেন। আগামীকাল ধর্মঘটের তৃতীয় দিন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।