রাজ্য

মানুষের পাশে সিপিআইএম


জ্যোতি কৃষ্ণ চট্টোপাধ্যায়, চিন্তন নিউজ : ৩১শে মার্চ:-করোনা ভাইরাস এর সংক্রমণ রুখতে জরুরি পদক্ষেপ ও নাগরিক পরিষেবা অক্ষুন্ন রাখতে উত্তরপাড়া-কোতরং পৌরসভার চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিল সি পি আই (এম)। নিজস্ব সংবাদদাতা:উত্তরপাড়া,৩১ মার্চ – করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বর্তমানে দেশজুড়ে লক ডাউন। বন্ধ সমস্ত যানবাহন, অফিস থেকে স্কুল-কলেজ সবকিছুই। বন্ধ কলকারখানা, দোকান বাজার ব্যবসা বাণিজ্য ফলে রুটি রুজি ও জীবন জীবীকা সবই সংকটের মধ্যে। এই পরিস্থিতিতে নাগরিক পরিষেবা অক্ষুন্ন রাখার দাবি করে উত্তরপাড়া-কোতরং পৌরসভার চেয়ারম্যানকে ডেপুটেশন দিল সি পি আই (এম)। মঙ্গলবার বিকেলে পৌর ভবনে চেয়ারম্যানের কাছে শহরের নিরাপদ পানীয় জল সরবরাহ, আবর্জনা সাফাই, নিকাশি ও স্বাস্থ্য পরিষেবা স্বাভাবিক রাখার দাবি জানালো সি পি আই (এম) উত্তরপাড়া-মাখলা এবং কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটি।

বর্তমান অবস্থায় সমস্ত নাগরিকরা যাতে রেশন দোকান থেকে চাল গম চিনি ডাল তেল নুন আলু ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পান তা সুনিশ্চিত করার জন্য পৌরসভার চেয়ারম্যানের কাছে দাবি জানান স্থানীয় সি পি আই (এম) নেতৃত্ব। বিশেষ করে শহরের দিন আনি দিন খাই মানুষেরা, আটকে পড়া পরিযায়ী শ্রমজীবী ও প্রান্তিক মানুষদের কাছে বিনামূল্যে খাদ্য সামগ্রী তুলে দেওয়ার দাবি করে সি পি আই (এম)। সি পি আই (এম) নেতারা পৌর প্রধানের কাছে অভিযোগ করেন যে এই সময় শহরের বেশিরভাগ ডাক্তারবাবুই লক ডাউনের কথা বলে চেম্বারে রুগী দেখা বন্ধ করে দিয়েছেন। ফলে অসুস্থ নাগরিকরা অসুবিধায় পড়েছেন। করোনা আতঙ্কে এ্যম্বুলেন্স আছে এমন ক্লাবগুলো সাধারণ অসুস্থ রুগীদের বহন করতে চাইছে না। এই বিষয়ে ইন্ডিয়ান মেডিকেল এ্যসোসিয়েশন ও এলাকার ক্লাব গুলির সাথে স্থানীয় প্রশাসন হিসেবে পৌর প্রধান কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করার কথা বলেন সি পি আই (এম) নেতৃবৃন্দ। ডেপুটেশনে অংশ নেন সি পি আই (এম) হুগলী জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জ্যোতিকৃষ্ণ চট্টোপাধ্যায়, শ্রুতিনাথ প্রহরাজ, জেলা কমিটির সদস্য আভাষ গোস্বামী, উত্তরপাড়া-মাখলা এরিয়া কমিটির সম্পাদক সলিল দত্ত ও কোতরং-হিন্দমোটর এরিয়া কমিটির সম্পাদক পৃথ্বীশ ভট্টাচার্য। উত্তরপাড়া-কোতরং পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব ডেপুটেশন গ্রহণ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।