চৈতালী নন্দী: চিন্তন নিউজ:২০শে এপ্রিল:- রাজ্যে করোনা সংক্রমণ রুখতে এবং অনাহার ক্লিষ্ট দুঃস্থ মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে বামপন্থীরা নিরলস ভাবে কাজ করে চলেছে।সেটা কখনও মানুষকে সচেতন করা ,তো কখনও মাস্ক বা স্যানিটাইজার বিলি,আবার কখনও বা খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে দরিদ্র কাজ হারানো মানুষদের হাতে।
এদিন চন্দননগরের কয়েকটি ওয়ার্ডে নিজেদের হাতে তৈরি স্যানিটাইজার বিলি করছে বাম যুব সংগঠন।