জেলা

পশ্চিমবঙ্গের মানুষের স্বাস্থ্য ও অর্থ সংকট এই লকডাউনে


জয়দেব নিয়োগী: চিন্তন নিউজ: ১১ই মে :- রাজ‍্যের স্বাস্থ্য ব‍্যবস্থায় পরিকল্পনার অভাব বাড়াচ্ছে সংক্রমণের সংখ্যা, বাড়ছে মৃত‍্যুর সংখ্যা। একই সঙ্গে বাড়ছে অর্থাভাব অনাহার। স্বাস্থ‍্য সুরক্ষা ব্যবস্থার অপ্রতুলতার কারণে চরম দূর্দশাগ্রস্থ অনাহারক্লিষ্ট মানুষ গুলির পাশে সাধ‍্যমতো খাদ‍্যসামগ্রী পৌঁছে দিচ্ছে কিছু বামমনষ্ক সংগঠন।

গতকাল গড়বাটি আমরা কয়েকজন সুইমিং ক্লাব ও চুচুঁড়া সেন্স সোসাইটি ত্রাণ নিয়ে পৌঁছে গেলো পোলবা,সূয়াখাল, সূয়াখাল সংলগ্ন ধারাপাড়া,ধরমপুর, এবং গড়বাটি পাশ্ববর্তী অঞ্চলের অসহায় পরিবারগুলির পাশে। তাদের মুখের খুশির ঝিলিক ভবিষ্যতে আরও এগিয়ে যাবার দিশা দেখালো এই সংগঠন গুলিকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।