জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ: সিদ্ধার্থ গুহঃ১৫/০৬/২০২৩:- -পঞ্চায়েত ভোটের প্রাক্কালে নমিনেশন পর্ব চলার সময় চোপড়ায় বাম কংগ্রেসের মিছিলে তৃনমুলের গুন্ডাবাহিনীর অকৎসাত আক্রমণের (২কমরেডের মৃত্যু ও ২০জন মানুষের গুরুতর আহত) প্রতিবাদে ডানকুনি সি পি আই এম এরিয়া কমিটির উদ্দ্যোগে দোষীদের গ্রেফতারের দাবীতে মিছিল।

সোনিয়া অধিকারীঃ-সারা দিন ধরে চলছে পঞ্চায়েত ভোটের প্রচার, ১৪ই জুন দিনের শেষে অল্প সময় বের করে ডিওয়াইএফ‌আই শিমলা ইউনিট স্মরণ করল তাদের আদর্শ কমরেড “চে”র জন্মদিন । কমরেড চে গুয়েভারা, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এক আপোষহীন যোদ্ধা, সারা পৃথিবীর যুবসমাজের আইকন, তাঁকে জানান লাল লাল লাল সেলাম । এছাড়াও শিমলা তে শুরু পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে দেওয়াল লিখন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।