জেলা

মানুষের প্রয়োজনে,মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর এস.এফ.আই. এবং ডি.ওয়াই.এফ.আই।।


স্বাতী শীল: চিন্তন নিউজ: ১১ইমে:–একদিকে প্রচন্ড দাবদাহ অন্যদিকে করোনার আতঙ্কে ভুগছে শহর। লক ডাউন কিছুটা শিথিল হ’লেও অভুক্ত মানুষের সংখ্যা কম নয়। তাছাড়া শহরে রয়েছে প্রায় ৫০ জন পরিযায়ী শ্রমিক, যাঁরা রোজই বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছেন। লক ডাউনের কারণে হাতে কাজ নেই অনেকের। কিন্তু খিদে তো লক ডাউন মানে না।

এই পরিস্থিতিতে এস এফ আই ও ডি ওয়াই এফ আই চুঁচুড়া লোকাল কমিটির উদ্যোগে আজ১০/০৫/২০২০ তারিখে ২৪ -২৫ নং শাখার বিশেষ সহায়তায় – চুঁচুড়া গোলাবাগান, মাধবীতলা ও ২২ নং ওয়ার্ডের আটকে থাকা ৪৮ জন পরিযায়ী শ্রমিক সহ মোট ৩৭৮ জন আর্ত মানুষের দুপুরের আহারের ব্যবস্থা করা হয়। এছাড়াও ২৭ নং ওয়ার্ড শাখার উদ্যোগে ৫০ টি পরিবারকে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সকল ছাত্র-যুব কর্মীদের অক্লান্ত পরিশ্রম ও চুঁচুড়াবাসির সহায়তায় এই নিরন্তর কাজ করে চলেছে ডি.ওয়াই.এফ.আই এবং এস.এফ.আই যৌথভাবে আগামীর দিনগুলিতেও সমান ভাবে মানুষের প্রয়োজনে, মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর এস.এফ.আই. এবং ডি.ওয়াই.এফ.আই।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।