জেলা

জনগণের_বাজার


মিঠুন ভট্টাচার্য:শিলিগুড়ি:চিন্তন নিউজ:১০ই মে :- এস‌এফ‌আই ও ডিওয়াইএফ‌আই এর উদ্যোগে আজকের শরৎনগরে জনগণের বাজার থেকে কমপক্ষে ১০০০ জনকে চাল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হলো । উপস্থিত ছিলেন কমরেড অশোক ভট্টাচার্য্য ও কমরেড শঙ্কর ঘোষ।

সঙ্গে এস‌এফ‌আই ছাত্রী করেডদের উদ্যোগে প্রায় ৫০০জন ছাত্রী ও মহিলাদের স্যানিটারি প্যাড প্রদান করা হলো আজ।অভিনব বার্তা, উদ্যম প্রচুর। #SFI50

কমিউনিটি কিচেন

আবার শিলিগুড়ির ফুলবাড়ি এরিয়া কমিটির পক্ষ থেকে চালু হয়েছে কমিউনিটি কিচেন।রোজ কয়েকশো মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে এখান থেকে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।