চিন্তন নিউজ:পার্থ চ্যাটার্জীঃ-ভারতের কমিউনিস্ট পার্টি (মা:) চন্দননগর দুটি এরিয়া কমিটির আহ্বানে ৮ই জুলাই প্রয়াত কমরেড জ্যোতি বসুর একশত এগারো তম জন্ম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা বিপ্লবী কালীচরণ ঘোষ স্মৃতি ভবনের ভবানী মুখার্জি কক্ষে অনুষ্ঠিত হয়। এই সভায় মূল আলোচক ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আভাস রায় চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন কমরেড শোভন সেনগুপ্ত। প্রারম্ভিক বক্তব্য রাখেন পিনাকী চক্রবর্তী।
রোহন ঘোষঃ-শ্রীরামপুর অঞ্চল কমিটির উদ্যোগে শ্রদ্ধেয় কমরেড জ্যোতি বসুর ১১১ তম জন্মদিবস পালন করা হয়।
চুঁচুড়া এরিয়া কমিটির উদ্যোগে ঘড়ির মোড়ে জননেতা কমরেড জ্যোতি বসুর ১১১ তম জন্মদিবসে শ্রদ্ধা নিবেদন।
LMI সি আই টি ইউ এর পক্ষ থেকে ইউনিয়ন অফিসে প্রয়াত জননেতা কমরেড জ্যোতি বসুর ১১১ তম জন্মদিন শ্রদ্ধা নিবেদন।
ভারতের কমিউনিষ্ট পার্টি (মার্কসবাদী) কোতরং হিন্দমোটর এরিয়া কমিটির উদ্যোগে জননেতা কমরেড জ্যোতি বসুর ১১১ তম জন্মদিবসে শ্রদ্ধা নিবেদন।
সোমনাথ ঘোষঃ-প্রবাদ প্রতীম জননেতা কমরেড জ্যোতি বসুর ১১১ তম জন্মদিন পালন শিয়াখালায়।
দেবারতি বাসুলীঃ-ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী
ধনিয়াখালি এরিয়া প্রস্তুতি কমিটি
ধনিয়াখালি হুগলি
১১১ তম শ্রদ্ধেয় জননেতা কমরেড জ্যোতি বসুর জন্মদিন ধনিয়াখালীর পার্টি অফিসে পালন করা হয় । জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান এবং জ্যোতি বসু এবং আজকের সাম্প্রদায়িকতার বিপদ সম্পর্কে আলোচনা হয়।
জননেতা কমরেড জ্যোতি বসুর জন্ম দিন পালিত হয় পোলবা এরিয়া কমিটির অফিস আলিনগর এ। প্রয়াত নেতার সংগ্রামী জীবন নিয়ে আলোচনা করেন সিপিআইএম পার্টির রাজ্য কমিটির সদস্য মনোদীপ ঘোষ।
জয়দেব ঘোষঃ-আজ CITU এর উদ্যোগ এ বেআইনি ভাবে হকার উচ্ছেদ করা র বিরুদ্ধে ত্রিবেণী তে লিফলেট বিতরন ও প্রচার।