‘রূপা দত্ত, নদীয়া:চিন্তন নিউজ:১১ই মে:- সাধারণ মানুষদের সংগঠন ‘প্রচেষ্টা প্রাঙ্গণ’-এর পক্ষ থেকে উদ্যোগ নিয়ে গত ১ লা এপ্রিল থেকে কিছু বাচ্চাকে নিয়মিত ভাবে দুধ দেওয়া হয়। তারপর লাগাতার ভাবে প্রায় প্রতিদিন বিভিন্ন গ্রামের মধ্য থেকে যখনই খবর এসেছে কেউ অভুক্ত আছে সঙ্গে সঙ্গে সদস্য – সদস্যারা পৌঁছে গিয়েছেন, সেই পরিবারগুলোর চাল আলু সহ বিভিন্ন শুকনো খাবার নিয়ে।
সংগঠনের মহিলা সদস্যারা আন্তরিক ভাবে এই কাজে সামিল হয়েছে। এখনো অবধি ৪০০ পরিবারে সেই খাবার দেওয়া হয়। আজও সেই কাজ চলছে। ১০০০ মানুষকে একবেলার খাবার দেওয়া হয় এবং তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। বিভিন্ন জায়গায় এখনো শুকনো খাবার দেওয়া চলছে। আগামী দিনেও এই কাজ চলবে। সংগঠনের আহ্বান, কে উ না খেয়ে থাকবেন না, খবর পেলেই পৌছে যাবে সদস্য রা । বিনামূল্যে সব্জি বা তেল মশলা দেবার পরিকল্পনাও নেওয়া হচ্ছে আগামী দিনের জন্যে ।Effort