সীমা বিশ্বাস আসাম,২৭ অক্টোবর,চিন্তন নিউজ:– প্রতি বছর জেলার সীমান্ত অঞ্চলে বন্যহাতী প্রবেশ করে ঘরবাড়ি ভাঙার সঙ্গে সঙ্গে ক্ষেত খামার তছনছ করে।হাতীর দল এসে বিঘায় বিঘায় ধান ক্ষেত নষ্ট করে। সারারাত মানুষকে উজাগরী থাকতে হয়।গত তিন মাসে হাতীর আক্রমনে চারজন লোকের মৃত্যু হয়। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের তামুলপুর জেলা কমিটির সভাপতি দিলীপ দাস, সম্পাদক দ্বিজেন কুমার রায় অভিযোগ করে যে ভারত ভুটান সীমান্তে বরনদী অভয়ারণ্যের সমীপবর্তী গ্ৰামগুলোতে ধান পাকার সময় হাতীর দল আসাটা নূতন কথা না।ফলে হাতী এবং মানুষের মধ্যে প্রত্যেক বছর সংঘাত সৃষ্টি হয় যদিও বনবিভাগ এই ঘটনা রোধ করতে কোনো ফলপ্রসূ ব্যবস্থা গ্রহণ করে নাই।ডিওয়াই এফ আই র তামুলপুর জিলা কমিটি হাতী মানুষের সংঘাত রোধ করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্ৰহণের সঙ্গে সঙ্গে মৃতব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি উত্থাপন করে।
Related Articles
নিউজক্লিকের দিল্লী- অফিসে মোদী সরকারের পুলিশের প্রতিহিংসামূলক হানার প্রেক্ষিতে , নিউজক্লিকের প্রেস রিলিজ:চিন্তন নিউজ পোর্টাল অনুবাদিত
চিন্তন নিউজ:– দেশজুড়ে সাংবাদিকরা মোদি সরকারের রোষানলে। মঙ্গলবার ৩ রা অক্টোবর ভোর থেকেই অমিত শাহ এর পুলিশ নিউজ ক্লিক ওয়েব পোর্টালের সঙ্গে যুক্ত পঞ্চাশ জন সাংবাদিক, লেখকের বাড়িতে হানা দিয়ে তাদের মোবাইল, ল্যাপটপ কেড়ে নেওয়া হয়। নিউজ ক্লিক এর সম্পাদক প্রবীর পুরকায়স্থ ও প্রশাসনিক দায়িত্ব প্রাপ্ত অমিত চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ইউ এ […]
রিক্ততার বক্ষ মাঝে পরের তরে নিজের উদঘাটন – গৌতম রায়
চিন্তন নিউজ:২০শে জুন:- একজন আপাদমস্তক বামপন্থীর কাছে নিজের সত্ত্বা আর তাঁর আদর্শের সত্ত্বাকে সন্মিলিত করে, সেই মিলিতস্রোত মানুষের স্বার্থে প্রবাহিত করাই হল জীবনের একমাত্র ধর্ম। নাস্তিক কামাল লোহানী, শঙ্খ ঘোষের ভাষায় এভাবেই শূন্যতাকে ভরিয়ে দিয়ে জীবনের ধর্ম পালন করতে করতেই আজ নশ্বর শরীর ত্যাগ করলেন। শরীরে হারিয়ে গেলেও রেখে গেলেন এক উজ্জ্বল দীপশিখা।সেই দীপশিখা , […]
মেট্রো রেলের ত্রুটিপূর্ণ পরিকল্পনা মানুষের জীবনে বয়ে আনছে বিপর্যয়
সূপর্ণা রায়:চিন্তন নিউজ:১২ই ডিসেম্বর:–মেট্রো রেলের ত্রুটিপূর্ণ পরিকল্পনা মানুষের জীবনে বয়ে আনছে বিপর্যয় , বৌবাজারে অঞ্চলের মেট্রো রেলের ত্রুটিপূর্ণ পরিকল্পনা ইতিমধ্যে বহু মানুষ ক্ষতিগ্রস্ত ,মাথার উপর ছাদ হারিয়েছেন বহু মানুষ __আর এখন এক নতুন বিপদ উপস্থিত।। দক্ষিণ দমদম পৌরসভার এলাকার প্রায় চল্লিশটি পরিবার চরম আতংকে দিন কাটাচ্ছেন এবং তারা এক অসহনীয় পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন।।৬ নম্বর […]