দেশ

আসামের বাকসা জেলার ভারত ভুটান সীমান্তে ভয়াবহ রূপ ধারণ করেছে হাতী মানুষের সংঘাত।


সীমা বিশ্বাস আসাম,২৭ অক্টোবর,চিন্তন নিউজ:– প্রতি বছর জেলার সীমান্ত অঞ্চলে বন্যহাতী প্রবেশ করে ঘরবাড়ি ভাঙার সঙ্গে সঙ্গে ক্ষেত খামার তছনছ করে।হাতীর দল এসে বিঘায় বিঘায় ধান ক্ষেত নষ্ট করে। সারারাত মানুষকে উজাগরী থাকতে হয়।গত তিন মাসে হাতীর আক্রমনে চারজন লোকের মৃত্যু হয়। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের তামুলপুর জেলা কমিটির সভাপতি দিলীপ দাস, সম্পাদক দ্বিজেন কুমার রায় অভিযোগ করে যে ভারত ভুটান সীমান্তে বরনদী অভয়ারণ্যের সমীপবর্তী গ্ৰামগুলোতে ধান পাকার সময় হাতীর দল আসাটা নূতন কথা না।ফলে হাতী এবং মানুষের মধ্যে প্রত্যেক বছর‌ সংঘাত সৃষ্টি হয় যদিও বনবিভাগ এই ঘটনা রোধ করতে কোনো ফলপ্রসূ ব্যবস্থা গ্রহণ করে নাই।ডিওয়াই এফ আই র তামুলপুর জিলা কমিটি হাতী মানুষের সংঘাত রোধ করতে পর্যাপ্ত ব্যবস্থা গ্ৰহণের সঙ্গে সঙ্গে মৃতব্যক্তির পরিবারকে ক্ষতিপূরণ দেয়ার দাবি উত্থাপন করে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।