রাজনৈতিক প্রতিবেদন : সুবীর ব্যানার্জী : চিন্তন নিউজ:২৪/১১/২০২২:- দিল্লিতে স্বল্প শক্তি হওয়া সত্ত্বেও বামপন্থীরা কেন নির্বাচনে অংশগ্রহণ করছে ?সিপিআই(এম) লাগাতার একটা বিকল্প রাজনীতির জন্য লড়াই করে যাচ্ছে। মনে করে দেখুন সিএএ এর আন্দোলন, তারপর বিজেপি নেতাদের উষ্কানিতে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেল। সেখানে কংগ্রেস আম-আদমি পার্টি নিজেদের দরবার নিয়ে এতটা মসগুল ছিল যে,এতে নিজেদের কর্তব্য কর্মে বিরত থাকে। একমাত্র সিপিআই(এম) হিংসাস্থলের হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলির পাশে গিয়ে দাঁড়ায় ও পীড়িতদের চোখের জল ও বেদনার অংশীদার হয়ে উত্তর পূর্ব দিল্লিতে হিন্দু মুসলিম সকল অংশের মানুষের ন্যুনতম চাহিদা পূরণের চেষ্টা করে।
করোনা মহামারী তে সিপি আই এম এর ভুমিকা ঃ-
করোনা মহামারী পরিস্থিতিতে লক ডাউন এর সময় কালে যখন সকল পার্টির কার্য কর্তারা নিজেরা নিজেদের ঘরে বন্দী করে রেখেছিল, একমাত্র সি পি আই এমের কমরেডরাই রেশন থেকে অক্সিজেন সিলিন্ডার ঘরে ঘরে পৌঁছানোতে ব্যস্ত ছিল। রেশনের জন্য, পেনশনের জন্য, গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি,প্রয়োজনীয় জিনিসপত্র এর দাম ক্রমাগত বৃদ্ধি – এইসব এর বিরুদ্ধে একমাত্র সি পি আই এম লাগাতার লড়াই করে আসছে।
বিজেপির বুলডোজার রাজনীতির সামনে ঢাল হওয়া ঃ-
জাহাঙ্গীর পুরীতে ভাজপা এবং আরএসএস হাতে হাত মিলিয়ে ঠেলা গাড়ি, হস্ত চালিত ভ্যান সহ ছোট ছোট দোকান পত্রের উপর হামলা চালায়। তখনই সিপিআইএমের পলিটব্যুরো নেত্রী বৃন্দা কারাত গিয়ে সেই আক্রমণাত্মক বুলডোজারের সামনে গিয়ে পাহাড়ের মতো দাঁড়িয়ে পড়ে। বাকি ক্ষতির হাত থেকে রক্ষা করে। আর যারা এই হামলায় ক্ষতিগ্রস্ত হন, তাদের ঠেলা গাড়ি, রিক্সা,হস্ত চালিত ভ্যান তাদের হাতে তুলে দিয়ে তাদের জীবিকা সচল রাখার ব্যবস্থা করে । অন্যদিকে আপ পার্টি সব রকম বিপত্তির সময় নিজেকে গুটিয়ে রাখে।
যখন আম আদমি পার্টি করোনা মহামারী সংকট কালে অঙনওয়াড়ি কর্মীদের কাজে লাগিয়ে কাজ করানোর পরে ওদের কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়,তখন ওদের হয়ে লড়াই করে একমাত্র সিপি আই (এম) ই।
এই পরিস্থিতিতে দাড়িয়ে সিপিআইএম অন্য বাম দল গুলিকে সঙ্গে নিয়ে নিজেদের প্রতিনিধি পৌরসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
দিল্লি পুরসভার মোট আসন: ২৫০। বাম দলগুলো লড়ছে ১৭ টি আসনে, যেখানে সিপিআই এম একলা লড়ছে ৬ টি আসনে, সিপিআই ৩ টি তে, সি পিআইএমএল ৫ টিতে এবং ফরওয়ার্ড ব্লক ৩ টি আসনে।
এই অসম লড়াইতে মাথা উঁচু করে যে ৬ জন সিপিআইএম প্রার্থী লড়াই করছেন তাঁদের ছবি দেওয়া হলো।