রাজ্য

হলদিয়া পেট্রোকেমে বিধ্বংসী আগুন


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:২১শে সেপ্টেম্বর:–হলদিয়া পেট্রোকেমে ন্যাপথা ক্র্যাকার ইউনিটে বিধ্বংসী আগুন লেগে যায়।
সূত্রের খবর, ন্যাপথা ক্র্যাকার ইউনিটে কম্প্রেসার সেকশনে কাজ করার সময় বিষ্ফোরণ ঘটে বলে অনুমান করছে পেট্রোকেম কতৃপক্ষ।
বিষ্ফোরণ স্থলের আশেপাশে প্রচুর ন্যাপথা মজুত ছিল। ন্যাপথা অতি দাহ্য পদার্থ। তাই ভয়াবহ আগুন জ্বলতে থাকে। বেশ কয়েকজন শ্রমিক অগ্নিদগ্ধ। অগ্নিদগ্ধ শ্রমিকদের হলদিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়, অগ্নিদগ্ধ মানুষের মধ্যে পাঁচ/ছয় জনের অবস্থা খুব আশঙ্কাজনক।তাদেরকে গ্রীন করিডোর করে কলকাতায় আনা হয়। বাকি শ্রমিকদের কোন হাসপাতালে চিকিৎসা চলছে জানাতে নারাজ কতৃপক্ষ। শোনা যাচ্ছে দশের অধিক শ্রমিক অগ্নিদগ্ধ।

আশেপাশের পেট্রোকেম ইউনিট থেকে দমকল নিয়ে আসা হয়েছে।প্রায় দশটি দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন কতৃপক্ষ।

আগুন নিয়ন্ত্রণে এলেও দমকল রাখা হয়েছে।কারণ ন্যাপথা যেহেতু অতি দাহ্য পদার্থ, তাই যে কোনো সময় আগুন দেখা দিতে পারে।

এখনো চলছে আগুনের সাথে লড়াই। কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। বিপাকে পেট্রোকেম কতৃপক্ষ, আধিকারিক সহ কর্মচারীগণ।

     

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।