শ্যামল চ্যাটার্জি:চিন্তন নিউজ:৭ই জুন:- উত্তর কলকাতা উদয়ের পথে আবার দৃষ্টান্ত স্থাপন করলো। বর্তমানে দীর্ঘ লক ডাউনের ফলে সরকারি ব্লাড ব্যাঙ্কে মজুত রক্তের পরিমান খুবই কম। যেহেতু প্রয়োজনীয় অপারেশন ছাড়া অন্য অপারেশন হচ্ছে না। তাই চাহিদাও কম। কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ফলে রক্তের চাহিদাও বাড়বে। সেই কারণেই উত্তর কলকাতা উদয়ের পথে এক রক্তদান শিবিরের আয়োজন করে। যদিও প্রতি বছরই বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে তারা রক্তদান শিবির আয়োজন করে। তা কলেবরে অনেক বড়। যেখানে রক্তদাতার সংখ্যাও হয় বেশি। কিন্তু এই কঠিন সময়ে ক্লাবের সদস্যরা জানতো সেই আয়োজন এই সময় সম্ভব নয়। তাই, এই সময়ের প্রেক্ষিতে ‘প্রতীকী রক্তদান শিবির’এর আয়োজন করে। ১০১ জন রক্ত দান করেন।এই রক্তদান শিবিরে হাজির ছিলেন নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার ও সুরজিৎ বন্দোপাধ্যায়। দুজনেই রক্ত দানও করেন এছাড়াও নাট্যব্যক্তিত্ব বিমল চক্রবর্তী, পার্থ সারথী দেব ও সোহন ব্যানার্জী। বিশিষ্ট চিকিৎসক দিপ্তেন্দু সরকার বিধায়ক স্মিতা বক্সী ২৭ নং ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা মীনাক্ষী গুপ্তা। ৭নং ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা বাপী ঘোষ।এছাড়াও ক্রীড়া জগতের বহু মানুষ।
আজ বহু মানুষ রক্ত দান না করতে পেরে ফিরে যান। তারা দাবী করেছেন আগামী কিছু দিনের মধ্যে আরো একটা রক্তদান শিবিরের। ক্লাব সম্পাদক অমিত চক্রবর্তী জানিয়েছেন তারা এই ব্যাপার নিয়ে অবশ্যই চিন্তা করবেন।