রাজ্য

সরকারের দ্বারা বঞ্চিত কোয়ারেন্টিন সেন্টারে থাকা মানুষদের পাশে বামপন্থীরা


নিউজ ডেস্ক: চিন্তন নিউজ:৭ই জুন:- নিমতা, উত্তর দমদম, কল্যানী রোডের ধারে একটি কয়েকদিন আগে কোয়ারেন্টিন সেন্টার হয়েছে। সেই কোয়ারেন্টিন সেন্টারে দশজন মানুষকে রাখা হয়েছে। তাদের বাড়ি থেকে খাবার আসার কথা ছিল। সরকার এদের কোনো দায়িত্ব‌ই নেয়নি। ঐ সেন্টারে পানীয় জলের‌ও কোনো ব্যবস্থা নেই। অত্যন্ত কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। রাজ্য সরকারের কোনোরকম সহযোগিতা না পেয়ে অত্যন্ত কষ্টে থাকা মানুষগুলো সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন।

নিমতা পুরসভার ৩১নাম্বার ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর নিজে গিয়ে সেখানে পানীয় জল পৌঁছে দিচ্ছেন। বামপন্থীরা যেমন কমিউনিটি কিচেনের মাধ্যমে প্রচুর মানুষকে খাদ্য সরবরাহ করেছেন, এই ক্ষেত্রেও বামপন্থীরাই একমাত্র ভরসা। উত্তর দমদম কেন্দ্রের বিধায়ক মাননীয় তন্ময় ভট্টাচার্য্য আছেন ঐ মানুষগুলোর পাশে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।