রাজ্য

কলেজস্ট্রিট ব‌ইপাড়া অঞ্চলের বিজ্ঞান কর্মীরা দুঃস্থদের সহায়তায়


কাকলি চ্যাটার্জি: চিন্তন নিউজ:২৪শে এপ্রিল:- প্রশান্ত কিশোরকে ৫০০ কোটি, ক্লাবগুলিকে ১৩০০ কোটি, বিজ্ঞাপনে নিজের মুখ দেখাতে ১০০০ কোটি, আর মানুষের জন্য মাত্র ২০০কোটি?? প্রচার চলছে সর্বত্র মাননীয়া মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন আগামী ছয় মাস রাজ্যবাসীকে বিনামূল্যে চাল দেবে সরকার। লকডাউনের মধ্যেই দ্রুত সিদ্ধান্ত বদল!

৬ মাস নয়, তিন মাস রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার রেশন কার্ডের গ্ৰাহকদের দেওয়া হবে ৫ কেজি করে চাল প্রতি মাসে। রেশন কার্ড যাদের নেই তাদেরও বিনামূল্যে রেশন দেওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র বড়ই করুণ। প্রাপ্য রেশন থেকে বঞ্চিত হচ্ছেন , কোথাও বা যে পরিমাণ পাওয়ার কথা তা মিলছে না। এরকম অসহায় কিছু পরিবারের হাতে এবং ফুটপাতে বসবাসকারী মানুষের কাছে পৌঁছে গেল বৌবাজার শিয়ালদহ এবং বইপাড়া কলেজস্ট্রীট অঞ্চলের বিজ্ঞান কর্মীরা। সাধ্যমত চাল, আলু, ডাল ও সাবান তুলে দেওয়া হল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।