দেশ

কৃষি আইনে স্থগিতাদেশ, সুপ্রিম ধাক্কা কেন্দ্রীয় সরকারকে


তুলসী কুমার সিনহা: চিন্তন নিউজ: ১২ই জানুয়ারি,২০২১:– মঙ্গলবার,১২ ই জানুয়ারি, সুপ্রিম কোর্ট পরবর্তী বিজ্ঞপ্তি না হওয়া পর্যন্ত তিনটি কৃষি আইন প্রয়োগে স্থগিতাদেশ দিয়েছেন। কৃষি আইন নিয়ে সুপ্রিম ধাক্কা খেল কেন্দ্রীয় সরকার৷ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এ দিন এই নির্দেশ দিয়েছে৷ সুপ্রিম কোর্ট আর‌ও বলেছেন — পর্যবেক্ষণ করে দেখা গেছে যে আইনগুলি আলোচনা ছাড়াই পাস করা হয়েছে।

কৃষি বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত৷ যে কমিটি আইন নতুন তিনটি আইন খতিয়ে দেখার পাশাপাশি সবপক্ষের মতামত শুনবে৷ পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত তিনটি কৃষি আইনের উপরে স্থগিতাদেশ বজায় থাকবে৷ এ দিনের আদালতের রায়ের পর কৃষক সংগঠনের নেতারা দাবি করছেন, তাদের আন্দোলনের প্রাথমিক জয় হ’ল৷

বড় রকমের ধাক্কা গতকালই সুপ্রিম কোর্টের তরফে খেয়েছিল কেন্দ্রীয় সরকার। কৃষি আইন এবং বিক্ষোভ প্রসঙ্গে মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত জানিয়েছিল, কৃষি আইন কার্যকর করা থেকে কেন্দ্রীয় সরকার বিরত না হলে সেটি সুপ্রিম কোর্ট করবে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছিল শীর্ষ আদালত।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।