জেলা

ফের কড়া নিষেধাজ্ঞা জারী হচ্ছে রায়গঞ্জ শহরে।


বিপ্লব সেন: চিন্তন নিউজ:১২ই জুলাই:- রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে দ্রুত গতিতে কোভিড১৯ এর সংক্রমণ বাড়তে থাকার কারণে আগামী সোমবার থেকে সাতদিনের জন্য বাড়ির বাইরে বেরোনোর ক্ষেত্রে ফের কড়া নিষেধাজ্ঞা জারী হচ্ছে রায়গঞ্জ শহরে।

অনিয়ন্ত্রিত চলাচল, অকারণে ঘোরাঘুরি ইত্যাদির বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ আনতে চলেছে রায়গঞ্জ পৌর প্রশাসন।

গত শনিবার জরুরী ভিত্তিতে মহকুমা শাসক অর্ঘ্য ঘোষ , জেলা স্বাস্থ্য আধিকারিক ও পৌরপতির উপস্থিতে রায়গঞ্জ পৌরসভায় এবিষয়ে একটি জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় যে দোকানপাট খোলা থাকলেও কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে উদ্যোগী হবে পৌরপ্রশাসন । সকাল ১১ টা পর্যন্ত স্বাস্থবিধি মেনে খোলা থাকবে বাজার। আগামী সাতদিনের জন্য প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত কার্যকরী থাকবে বলে জানা গিয়েছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।