জেলা রাজ্য

একঝাঁক তরুণের উৎসাহ ও উদ্দীপনায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এলাকার কিছু পরোপকারী নাগরিক ও এস‌এফ‌আই প্রাক্তনীরা


কৌশিক পাল: চিন্তন নিউজ:২৭শে জুন:-বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারী এবং ঘূর্ণিঝড় আম্ফানের যুগ্ম বিপর্যয়ে রাজ্যবাসী দিশেহারা। এরই মাঝে হাওড়ার বেতরে এক অভিনব কর্মসূচী পালন করে ফেললো এস‌এফ‌আই, অর্থাৎ ভারতের ছাত্র ফেডারেশন। গত এক সপ্তাহ ধরে সংগঠনটির সদস্য সদস্যারা মিলে নিরলস পরিশ্রমের মধ্যে দিয়ে চারপাশের এলাকাতে একটি সার্ভে করেন, যা থেকে জানা যায় প্রায় চার শতাধিক ছাত্রছাত্রী লকডাউন পরিস্থিতিতে খাতা পেন সহ নানাবিধ পড়াশোনার সামগ্রীর অভাবে ভুগছেন। তখনই তারা সবাই মিলে ঠিক করলেন যে কোনও মূল্যেই হোক, বন্ধুদের পাশে দাঁড়াতে হবে।

একঝাঁক তরুণ মুখকে উৎসাহ ও উদ্দীপনার আলোয় জ্বলতে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন এলাকার কিছু পরোপকারী নাগরিক এবং সংগঠনের ই কিছু প্রাক্তনী। সবারই মূল কথা একটাই, “ছাত্রছাত্রীদের পাশে থাকতে হবে। সংগঠনের গৌরবোজ্জ্বল অতীতের ধারাবাহিকতা বর্তমান সময়েও বজায় রেখে যেতে হবে”। এইভাবেই দেখতে দেখতে জুটে গ্যালো সামান্য অর্থ, সরঞ্জাম, খাবার ইত্যাদি। পাড়ার পুজো কমিটিও বাড়িয়ে দিলেন তাদের সাহায্যের হাত, পাওয়া গেলো বিনামূল্যে ক্লাব-ভবন ব্যবহারের অনুমতি। আজ সকাল ৮ টা থেকে প্রায় বেলা ১২ টা পর্যন্ত টানা চার ঘন্টা সময় ধরে সংগঠনটির রামরাজাতলা চ্যাটার্জীহাট-বেতর-ইউনিট।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।