রাজ্য

লকডাউনে বিপর্যস্ত শ্রমিকদের পাশে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি বাঁকুড়া জেলা


কিংশুক ভট্টাচার্য: চিন্তন নিউজ:১০ই এপ্রিল:- আজ সকালে বাঁকুড়া শহরের সিআইটিইউ নিয়ন্ত্রিত মুটিয়া মজদুর ইউনিয়নের অফিস কমরার মাঠের মুটিয়া ভবনে শহরের দুঃস্থ রিক্সা শ্রমিকদের লকডাউন জনিত পরিস্থিতির দুরবস্থার সময় পাশে দাঁড়াতে এগিয়ে আসে।

সেই শ্রমিকদের জন্য চাল, ডাল, তেল, আলু,নুন ইত‍্যাদি দ্রব‍্য বিতরন করে রাজ‍্য সরকারি কর্মচারীদের সংগঠনের কোঅর্ডিনেশন কমিটি। প্রায় তিনশত দুঃস্থ মানুষের হাতে উল্লেখিত সামগ্রী তুলে দেন সংগঠনের কর্মীবৃন্দ ও নেতৃত্ব।

এই কর্মসূচিতে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা কমরেড সুবিকাশ চৌধুরী কমরেড প্রভাত কুসুম রায় ও অন‍্যান‍্য নেতৃবৃন্দ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।