রাজ্য শিক্ষা ও স্বাস্থ্য

SSK,MSK শিক্ষক শিক্ষিকাদের শিক্ষাদপ্তর অভিযান নিয়ে করুনাময়ী চত্বরে পুলিশি ধুন্ধুমার।


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১৭ই জুন:–আজ সোমবার দুপুরে রাজ্য শিক্ষাদপ্তর বিকাশভবনে SSK,MSKশিক্ষক, শিক্ষিকাদের একটি জমায়েত ছিল ,যা পূর্ব ঘোষিত। এই সমাবেশকে কেন্দ্র করে করুণাময়ী চত্বরে ধুন্ধুমার ।পুলিশ আগে থেকেই ব্যারিকেড তৈরি করে রাখে। হাজার/দেড়হাজার পার্শ্বশিক্ষক শিক্ষিকার উপস্থিত হ‌ওয়ার কথা ছিল ।কিন্তু আশাতীত ভাবে অসংখ্য মানুষের জমায়েত হয়। ব্যারিকেড ভেঙে তাঁরা বিকাশভবনের দিকে এগোতে থাকে।পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়।
উল্লেখ্য গত ছ’দিন আগে থেকে অবস্থান চলছিল বিকাশভবনের সামনে ।আজ অভাবনীয় জমায়েত বিক্ষোভ পুলিশি বাধা অতিক্রম করে।
SSK,MSKশিক্ষক,শিক্ষিকাগণের মূল দাবি বেতন বৃদ্ধি ।আর‌ও অনেক দাবি নিয়ে আজ এই জমায়েত। বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। মাত্র ৫’৯০০টাকা থেকে বেতন বৃদ্ধি করতে হবে।তাঁদের বক্তব্য মুখ্যমন্ত্রীর মাইনে বাড়ে২০১১ সাল থেকে এখন প্রায় ১১গুণ। অথচ SSK,MSKশিক্ষক শিক্ষিকাদের এক পয়সা বাড়েনি।। SSK, MSK শিক্ষক শিক্ষিকাগণের বক্তব্য তাঁরা বারবার শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চান, মন্ত্রীরা আশ্বাস দিলেও সমাধান কিছু হয়নি। এবার তাদের দাবি পূরণ না হ’লে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন।এমনকি অনশনে বসবার কথাও বলেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।