জেলা

জলপাইগুড়ি জেলার বিশেষ বিশেষ খবর


দীপশুভ্র সান্যাল,জলপাইগুড়ি :: চিন্তন নিউজ:১৮ই ডিসেম্বর:– দূর্ঘটনা এড়াতে পথ কুকুরদের রেডিয়াম স্টিকার লাগানোর উদ্যোগ নিল এক সেচ্ছাসেবী সংগঠন। শীতকালের রাতে কুয়াশার কারনে দৃশ্যমানতা কম থাকে। তাই এই সময় প্রচুর কুকুর পথ দুর্ঘটনায় আহত হয় অনেকে মারাও যায়। তাই এদের মৃত্যু ঠেকাতে এদের গায়ে রেডিয়াম স্টিকার লাগানোর উদ্যোগ নিলো এক সেচ্ছাসেবী সংগঠনটি। জলপাইগুড়ি শহর জুড়ে শতাধিক পথ কুকুরের গায়ে এই ধরনের স্টিকার লাগানোর ব্যবস্থা করে মীরা ফাউন্ডেশন নামে এই সেচছাসেবী সংস্থাটি। এর পাশাপাশি শুক্রবার রাতে এই কাজের সাথে সাথে অসুস্থ পথ কুকুরদের ঔষধ ও রাতের খাবারের ব্যাবস্থা করা হয় সংগঠনের তরফে‌ সভাপতি শক্তি ঘোষ জানান শুধু একবার রেডিয়াম স্টিকার লাগানো নয় তিন-চার মাস পরে যখন এগুলো অকেজো হয়ে যাবে তখন তারা আবার এই সমস্ত প্রাণীদের গলায় রেডিয়াম স্টিকার লাগানোর ব্যবস্থা করবেন।

জলপাইগুড়ি:- অপরদিকে ফের জলপাইগুড়ি শহরের পার্শ্ববর্তী এলাকায় ভাল্লুকের আতঙ্ক ছড়িয়ে পড়ে । শনিবার জলপাইগুড়ি ডেঙ্গুইয়াঝার এলাকায় এক ভদ্রমহিলা এবং এক জন শিশু এক ভাল্লুকের মতো কিছু একটি প্রাণী দেখতে পান । শনিবার বিকেল বেলায় ভদ্রমহিলা কাজল মন্ডল দেখেন পাঁচিল এর সামনে কিছু একটা দাড়িয়ে আছে। ভালো মত দেখতে তিনি দেখতে পান একটি ভাল্লুকের মত দেখতে একটি অচেনা প্রাণী দাঁড়িয়ে আছে। তিনি ছুটে গিয়ে তার নাতিকে ডাক দেয় তার নাতি সুদীপ্ত সরকার এসে দেখে একটি ভাল্লুক তাদের দেওয়ালে হাত দিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। প্রাণীটিকে দেখে সেও খুব ভয় পায় যায়। এরপর বনদপ্তরে খবর দেয় স্থানীয়রা। খবর পাওয়ার সাথে সাথে বেলাকোবা বনদপ্তর এর কর্মীরা ছুটে আসে সঙ্গে আসে অন্যান্য পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। বিকালের পর থেকে তল্লাশি চালানো হলেও এখনো পর্যন্ত ঐ ধরনের কোন জন্তুর খোঁজ পাওয়া যায়নি। বন দপ্তরের কর্মীদের বক্তব্য এলাকায় পায়ের ছাপ পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত বনদপ্তর এর বিশেষ টিম তল্লাশি জারি রেখেছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।