জেলা

দক্ষিণ চব্বিশ পরগনার খবর


চিন্তন নিউজ: ৫ই ডিসেম্বর:- ডায়মন্ড হারবার থেকে সন্যাসী হালদার জানাচ্ছেন- দেশের রাজধানীতে উত্তাল কৃষক আন্দোলনকে সংহতি জানাতে ও পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বিরোধী অবস্থানের বিরুদ্ধে আগামী ১৬ ডিসেম্বর অল ইন্ডিয়া কৃষক সংঘর্ষ সমন্বয় সমিতির পক্ষ থেকে রাজ ভবন অভিযান এর ডাক দেওয়া হয়েছে l এই কর্মসূচিকে সফল করতে সিপিআই(এম) ডায়মন্ড হারবার এরিয়া কমিটির পক্ষ থেকে এলাকায় দেওয়াল লিখন ও হাতে লেখা পোস্টার মারা অভিযান অনুষ্ঠিত হয় l স্থানীয় বাম কর্মী সমর্থক অংশগ্রহণ করেন l

ক্যানিং থেকে বিভাস সাহা জানাচ্ছেন-
২০০৯ সালের পর আবার ক্যানিং চত্বরে এসএফআইয়ের সম্মেলন সংগঠিত হল। ঘুটিয়ারি শরিফ, ক্যানিং শহর এবং তালদি -এই তিনটি ইউনিট গঠনের পর আজ ভারতের ছাত্র ফেডারেশন ক্যানিং আঞ্চলিকের নবম সম্মেলন সফল হলো। সম্মেলন মঞ্চ থেকে ১১ জনের আঞ্চলিক কমিটি গঠিত হয়েছে। আঞ্চলিক কমিটির সভাপতি এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন কমরেড দিগন্ত ব্যানার্জী এবং কমরেড দেবজিৎ ঘোষ। সম্মেলনের উদ্বোধন করেন জেলা সম্পাদক কমরেড তনুশ্রী মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি কমরেড মিত্রাংশু মন্ডল, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড অভিনন্দন দত্ত গুপ্ত ‘সহ ক্যানিংয়ের প্রাক্তন ছাত্র নেতৃত্ব।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।