জেলা

হুগলি বার্তাঃ-


চিন্তন নিউজঃ- ১৩ই জানুয়ারি:– শান্তনু বোসঃ-ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) হুগলী জেলা কমিটির প্রবীন সদস্য এবং পূর্বতন ব্যান্ডেল-মগরা জোনাল কমিটির প্রাক্তন সম্পাদক প্রয়াত কমরেড দিলীপ সাহার স্মরণসভা অনুষ্ঠিত হল ব্যান্ডেল কাজিডাঙা অঞ্চলে। সভায় স্মৃতিচারণ করেন কমরেড দিলীপ সাহার সমসাময়িক সহযোদ্ধা শিক্ষক নেতা কমরেড অশোক ঘোষ।
স্মরণ সভাযর শুরুতেই প্রয়াত দিলীপ সাহার প্রতিকৃতিতে মাল্যদান ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিনের স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির জেলা কমিটির সম্পাদক দেবব্রত ঘোষ, জেলা কমিটির সদস্য মনোদীপ ঘোষ, এরিয়া কমিটির সম্পাদক নিখিল পান্ডে। শোক প্রস্তাব পাঠ করেন শ্রমিক আন্দোলন নেতা কমরেড মলয় সরকার।

দেবারতি বাসুলীঃ-এবিটিএ উত্তরপাড়া আঞ্চলিক কমিটির পক্ষ থেকে কোতরং-হিন্দমোটর রেডভলেন্টিয়ার এবং উত্তরপাড়া- মাখলা রেডভলেন্টিয়ার এর হাতে আর্থিক অনুদানের চেক তুলে দিলেন সংগঠনের সভাপতি শ্রী গণেশ চন্দ্র নেয়ে এবং সম্পাদিকা শ্রীমতী শান্তি দেবনাথ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।