জেলা

দক্ষিণ ২৪ পরগনা জেলা নিউজ


চিন্তন নিউজ:১৫ই সেপ্টেম্বর:-জয়নগর l রিপোর্টার- রমা চক্রবর্তী lগতকাল ১৪ সেপ্টেম্বর সিপিআই (এম) জয়নগর ২ এরিয়া কমিটির পক্ষ থেকে পার্টির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ দের বিরুদ্ধে দিল্লি পুলিশ ও আরএসএস বিজেপির যৌথ উদ্যোগে যে দিল্লি সাম্প্রদায়িক হিংসা মামলায় যে ষড়যন্ত্র মূলক অভিযোগ আনা হয়েছে তার প্রতিবাদে পথসভা অনুষ্ঠিত হয় l এলাকার প্রুচুর মানুষ অংশগ্রহণ করেন l নেতৃস্থানীয় প্রত্যেকে এই ফাসিস্টসুলভ আচরণের তীব্র ধিক্কার জানিয়ে বলেন এই ভাবে বামপন্থী দের দমিয়ে রাখা যাবেনা l এর আগেও ব্রিটিশ আমলে পার্টি এই সব আক্রমণ পতিহত করে পার্টি এগিয়েছে l একমাত্রই কম্যুনিস্টেরাই পারে এই ফ্যাসিসিস্ট সরকারের মোকাবিলা করতে l প্রত্যেকে সাধারণ মানুষ কে এই প্রতিরোধ সামিল হওয়ার আহ্বান জানান l
পথসভায় বক্তব্য পেশ করেন শ্যামলী হালদার ও পুলক বসু l

গঙ্গাসাগর l রিপোর্টার- অশোক কুমার দাস l
দেশে যখন বেকারত্বের হার যখন ৪৫ বছরের রেকর্ড ভেঙেছে তখন দেশের কেন্দ্রীয় ও রাজ্য সরকার মানুষ মারা পদক্ষেপ গ্রহণ করছে l যা বেকারদের ভবিষ্যৎ নিয়েও নির্লজ্জ পরিহার l ব্যাপকহারে বেসরকারি নীতি গ্রহণের ফলে যা কর্মসংস্থান হতো তাও বিশ বাঁও জলে l এরই প্রতিবাদে ডিওয়াইএফ‌আই এস‌এফ‌আই বেকারদের নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে তার প্রতিবাদে রাজ্য ব্যাপী প্রতিবাদ মিছিল- সভার ডাক দেয় l
আজ গঙ্গাসাগর এর কৃষ্ণনগর বাজার সংলগ্ন এলাকায় সাগর ডিওয়াইএফ‌আই এস‌এফ‌আই পক্ষ থেকে ছাত্র- যুব যৌথ ভাবে বেকার বিরোধী বিক্ষোভ মিছিল সংগঠিত করেন l উপস্থিত ছিলেন ছাত্র যুব নেতৃত্বে l

মগরাহাট l রিপোর্টার – দেবরাজ মন্ডল l
আজ রাজ্যব্যাপী বেকার বিরোধী দিবস পালনের ডাক দেয় বামপন্থী ছাত্র যুব সংগঠন গুলি l রাজ্য ব্যাপী মিছিল ও প্রতিবাদ সংগঠিত হয় l
মগরাহাট ডিওয়াইএফ‌আই এস‌এফ‌আই লোকাল কমিটির ডাকে ছাত্র যুবরা এলাকায় মিছিল করেন l প্রত্যেক বছরের মতো এ বছরেও বামপন্থী ছাত্র যুবরা বেকার বিরোধী আন্দোলন করেন l মগরাহাট বিভন্ন এলাকায় মিছিল ঘোরে l বহু মানুষ উপস্থিত ছিলেন l

বারুইপুর পশ্চিম l রিপোর্টার – সুচরিতা বসু l
আজ বারুইপুর পশ্চিম ডিওয়াইএফ‌আই ও এস‌এফ‌আই লোকাল কমিটির ডাকে বেকার বিরোধী মিছিল করা হয় l এলাকার বিভন্ন স্থানে মিছিল প্রদিক্ষন করে l ছাত্র যুবরা মশাল নিয়ে মিছিল করেন l স্লোগান ও বক্ত্যবোৰ মাধ্যমে প্রতিবাদের ভাষা জানান দেয়া হয় l মিছিল শেষে পথসভার আয়োজন করা হয় l বক্তারা কেন্দ্র রাজ্য র মানুষ মারার নীতি ও বেকার বিরোধী নীতির প্রতিবাদ করা হয় l


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।