জেলা

খবরে কলকাতা


চিন্তন নিউজ:- ১৫ ই সেপ্টেম্বর:- সংবাদদাতা- মহম্মদ হাসিব- এস এফ আই, ডি ওয়াই এফ আই সহ আটটি বাম ছাত্র, যুব সংগঠনের ডাকে আজ মহামিছিল সংগঠিত হলো কলকাতার কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা। মূলত ছাত্রদের তিনটি এবং যুবদের তিনটি দাবীকে সামনে রেখে আজ ঐতিহাসিক দাবি দিবসে মিছিলটি সংগঠিত হয়। দাবীগুলি হলো, জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করতে হবে, শিক্ষায় খরচ কমাতে হবে, স্পেশাল স্টিমুলাস প্যাকেজের ব্যবস্থা করতে হবে, কলকাতা পৌর সংস্থার ২৬ হাজার শুন্যপদে স্থায়ী নিয়োগ করতে হবে, বেকারদের মাসে ছয় হাজার টাকা ভাতা দিতে হবে, এবং সরকারকে ছাঁটাই রুখতে ব্যবস্থা নিতে হবে।মিছিলের সামনের সারিতে ছাত্র যুবরা হলুদ ছাতায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অভিনব প্রতিবাদ করেন। সেই ছাতায় নানান দাবি লেখা ছিলো। এ প্রসঙ্গে ডি ওয়াই এফ আই কলকাতা জেলার সভাপতি কলতান দাশগুপ্ত বলেন, “আজ তৃণমূল সরকারকে হলুদ কার্ড দেখানো হলো, একুশে বাংলার মানুষ লাল কার্ড দেখিয়ে দেবে।” মিছিল শেষে কলকাতা পুরসভার সামনে সংক্ষিপ্ত সভা হয়, উক্ত সভায় বক্তব্য রাখেন আটটি সংগঠনের নেতৃত্ব। উপস্থিত ছিলেন এস এফ আইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ুখ বিশ্বাস, কলকাতা জেলার সভাপতি অর্জুন রায়, সম্পাদক সমন্বয় রাহা, ডি ওয়াই এফ আই কলকাতা জেলা কমিটির সম্পাদক ধ্রুবজ্যোতি চক্রবর্তী, কলকাতা জেলার সভাপতি কলতান দাশগুপ্ত সহ অন্যান্য নেতৃত্ব।

সংবাদদাতা—-অচ্যুত চক্রবর্তীর রিপোর্ট:- আজ ঢাকুরিয়ার দাসপাড়া বাজারে সিপিআই(এম) পার্টির পক্ষ থেকেকেন্দ্রীয় সরকারের প্রতিবাদীদের কন্ঠস্বর বন্ধ করার ষড়যন্ত্রের বিরুদ্ধে, অতিমাড়ির সুযোগ নিয়ে দেশের আমজনতার সম্পদ লুঠ ও বেঁচে দেবার প্রতিবাদে মিছিল ও পথসভা হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন কম উৎপল দত্ত, অংশুতোষ খাঁ,অচ্যুত চক্রবর্তী,গোরা সেনগুপ্ত।

দিল্লি পুলিশের নির্লজ্জ আচরণ, মিথ্যা মামলায় সিপিআই(এম) এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, যোগেন্দ্র যাদব, অধ্যাপক অপূর্বানন্দ, জয়তী ঘোষ, তথ্যচিত্র নির্মাতা রাহুল রায় প্রমুখ শিক্ষাবিদ, সাংস্কৃতিক কর্মী এবং সমাজকর্মীদের দিল্লির সাম্প্রদায়িক হিংসায় যুক্ত করার প্রতিবাদে সিপিআই(এম) জোড়াসাঁকো ১ এরিয়া কমিটি এক মিছিলের আয়োজন করে।

সংবাদদাতা- কাকলি চ্যাটার্জী জানিয়েছেন, সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি এর আগেও ত্রাণসামগ্রী নিয়ে হাজির হয়েছিল আমফানে বিধ্বস্ত জেলাগুলোতে। আজ আবারও দক্ষিণ ২৪ পরগনার নারায়নপুরের প্রান্তিক পরিবারের মহিলাদের হাতে খাদ্যসামগ্রী ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি দেওয়া হল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।